দুই দিনের সরকারি সফরে আজ শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের (পশ্চিম ও পূর্ব) সচিব ড. মো. নজরুল ইসলাম। মন্ত্রণালয় সূত্র জানায়, ইসহাক দারের এই সফরের মূল লক্ষ্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক।
জানা গেছে, উভয় দেশের মধ্যে ৬ থেকে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার প্রস্তুতি চলছে।
শনিবার সন্ধ্যায় ঢাকায় পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে ইসহাক দার আলাদাভাবে বাংলাদেশের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
সম্প্রতি অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এ সফর হতে যাচ্ছে। ওই বৈঠকের পর জানা যায়, বাংলাদেশ একটি নতুন বাণিজ্য ও বিনিয়োগ কমিশন গঠন করবে এবং দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন পুনরায় চালু করবে।
চূড়ান্ত হওয়া চুক্তিগুলোর মধ্যে রয়েছে- কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়, সাংস্কৃতিক বিনিময়, পররাষ্ট্র সেবা একাডেমিগুলোর মধ্যে সহযোগিতা, যৌথ বাণিজ্য ও বিনিয়োগ গোষ্ঠী গঠন এবং কৌশলগত গবেষণা ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সমঝোতা স্মারক।
এ ছাড়া, বিএসটিআই ও পাকিস্তানের হালাল অথরিটি এবং উভয় দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনা চলছে।