ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশকে বিরাজনীতিকরণে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয়: মির্জা আব্বাস Logo লিটনকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা Logo নীতি পরিপন্থী কার্যকলাপের জন্য মৌলভীবাজার জেলা বিএনপি নেতার পদ স্থগ Logo ফ্যাসিবাদী বিজেপি’ ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয় Logo শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার Logo গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ Logo দীর্ঘ এক যুগ পর লক্ষ্মীপুরে বিএনপির ‘দ্বি-বার্ষিক’ সম্মেলন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন নেতৃত্ব Logo নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মিলল মেঘনা নদীতে Logo এবার জাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে তারিকুল-নিগার সুলতানা দম্পতি Logo ফটিকছড়িতে ৩ কিশোরকে গণপিটুনি, ঘটনাস্থলে একজনের মৃত্যু

এবার জাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে তারিকুল-নিগার সুলতানা দম্পতি

জাবি প্রতিনিধি: দীর্ঘ ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। এবারের নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে প্রথমবারের মতো স্বামী-স্ত্রী একসাথে প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন। এর আগে ডাকসু নির্বাচন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলেও রায়হান-সালমা দম্পতিকে মনোনয়ন দিতে দেখা যায়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জাবি শিবির কর্তৃক ঘোষিত প্যানেলে দম্পতি হাফেজ তারিকুল ইসলাম ও নিগার সুলতানা জায়গা করে নেন। এর মধ্যে তারিকুল ইসলাম লড়বেন জাকসুর কার্যকরী সদস্য পদে, আর তার স্ত্রী নিগার সুলতানা প্রতিদ্বন্দ্বিতা করবেন সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে।

হাফেজ তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (সেশন ২০১৯-২০) মাস্টার্সের শিক্ষার্থী এবং নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের (সেশন ২০২০-২১) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। হাফেজ তরিকুল ইসলাম বর্তমান জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্মাদক হিসেবে কাজ করছেন অন্যদিকে নিগার সুলতানা কোরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে বর্তমানে কর্তব্যরত আছেন।

নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তারিকুল ইসলাম বলেন, আমি ও আমার স্ত্রী ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর মনোনয়ন পেয়েছি। অতীতেও আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছি। আমি সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি, আর আমার স্ত্রী আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন। নির্বাচনে একসাথে অংশ নেওয়ার সুযোগ পাওয়াটা আমাদের জন্য একদিকে যেমন গৌরবের, অন্যদিকে তেমনি এটি একটি বড় দায়িত্বও। নির্বাচিত হলে শিক্ষার্থীদের যৌথ স্বার্থকেই আমাদের কাজের মূল চালিকাশক্তি হিসেবে গ্রহণ করব।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও তাদের জীবনমান উন্নয়নই হবে আমাদের কাজের মূল লক্ষ্য। শিবিরের ঘোষিত প্যানেল সম্পর্কে তিনি আরও জানান, এই প্যানেলে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি ছাড়াও দৃষ্টি প্রতিবন্ধী এবং আন্দোলনে আহত শিক্ষার্থীরাও স্থান পেয়েছেন। ফলে এটি হবে একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল, যা সব শিক্ষার্থীর স্বার্থ রক্ষায় কাজ করবে। নির্বাচিত হলে শিক্ষার্থীদের সম্মিলিত স্বার্থই হবে আমাদের কাজের প্রধান চালিকাশক্তি।

উল্লেখ্য আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার দ্বার উন্মুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকাভয়েস/২৪

জনপ্রিয় সংবাদ

দেশকে বিরাজনীতিকরণে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয়: মির্জা আব্বাস

এবার জাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে তারিকুল-নিগার সুলতানা দম্পতি

আপডেট সময় ০৭:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

জাবি প্রতিনিধি: দীর্ঘ ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। এবারের নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে প্রথমবারের মতো স্বামী-স্ত্রী একসাথে প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন। এর আগে ডাকসু নির্বাচন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলেও রায়হান-সালমা দম্পতিকে মনোনয়ন দিতে দেখা যায়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জাবি শিবির কর্তৃক ঘোষিত প্যানেলে দম্পতি হাফেজ তারিকুল ইসলাম ও নিগার সুলতানা জায়গা করে নেন। এর মধ্যে তারিকুল ইসলাম লড়বেন জাকসুর কার্যকরী সদস্য পদে, আর তার স্ত্রী নিগার সুলতানা প্রতিদ্বন্দ্বিতা করবেন সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে।

হাফেজ তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (সেশন ২০১৯-২০) মাস্টার্সের শিক্ষার্থী এবং নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের (সেশন ২০২০-২১) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। হাফেজ তরিকুল ইসলাম বর্তমান জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্মাদক হিসেবে কাজ করছেন অন্যদিকে নিগার সুলতানা কোরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে বর্তমানে কর্তব্যরত আছেন।

নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তারিকুল ইসলাম বলেন, আমি ও আমার স্ত্রী ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর মনোনয়ন পেয়েছি। অতীতেও আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছি। আমি সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি, আর আমার স্ত্রী আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন। নির্বাচনে একসাথে অংশ নেওয়ার সুযোগ পাওয়াটা আমাদের জন্য একদিকে যেমন গৌরবের, অন্যদিকে তেমনি এটি একটি বড় দায়িত্বও। নির্বাচিত হলে শিক্ষার্থীদের যৌথ স্বার্থকেই আমাদের কাজের মূল চালিকাশক্তি হিসেবে গ্রহণ করব।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও তাদের জীবনমান উন্নয়নই হবে আমাদের কাজের মূল লক্ষ্য। শিবিরের ঘোষিত প্যানেল সম্পর্কে তিনি আরও জানান, এই প্যানেলে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি ছাড়াও দৃষ্টি প্রতিবন্ধী এবং আন্দোলনে আহত শিক্ষার্থীরাও স্থান পেয়েছেন। ফলে এটি হবে একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল, যা সব শিক্ষার্থীর স্বার্থ রক্ষায় কাজ করবে। নির্বাচিত হলে শিক্ষার্থীদের সম্মিলিত স্বার্থই হবে আমাদের কাজের প্রধান চালিকাশক্তি।

উল্লেখ্য আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার দ্বার উন্মুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকাভয়েস/২৪