কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিদোয়ান আফ্রিদীর (২২) ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
গতকাল বুধবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার সমর্থক জান্নাতুল ফেরদাউস টনি বাদী হয়ে সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল হোসেনকে প্রধান আসামী করে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় ৭জনকে এজাহারভুক্ত আসামী করা হয়েছে।
এছাড়া অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ৫ থেকে ৬ জনকে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোশারফ হোসেন মামলার বিষয়টি স্বীকার করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠের পিছন গেটে এ ঘটনা ঘটে। আহত রিদোয়ান আফ্রিদী কুষ্টিয়া সরকারি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগের(সন্মান) প্রথম বর্ষের ছাত্র। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি কলেজ শাখার সাবেক সদস্য সচিব।
আরও পড়ুন,কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার উপর ছাত্রদলের হামলা
তার সমর্থকরা দাবি করেন,কলেজের আবাসিক হলের আধিপত্য নিয়ে প্রতিবাদ করায় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে
মারপিট করেছে। এতে তিনি বুকে ও মাথায় গুরুত্বর আঘাত পান। পরে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে উন্নত
চিকিৎসার জন্য আফ্রিদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
রেদোয়ান মেহেরপুর জেলার গাংনী উপজেলার সালদহ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে,কুষ্টিয়া সরকারী কলেজের আবাসিক হলের বিভিন্ন বিষয় নিয়ে আসামীদের সাথে রিদোয়ান আফ্রিদীর বিরোধ ছিল। এরই জেরে আফ্রিদীর ক্ষতি করার জন্য আসামীরা দীর্ঘদিন ধরে পায়তারা করতে থাকে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে কলেজের পকেট গেটে তার পথরোধ করে আসামীরা। এরপর তাকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আসামীর লোহার রড দিয়ে আফ্রিদীকে বুকে আঘাত করে।
ওসি মোশারফ হোসেন বলেন,সাতজনকে এজাহারভুক্ত আসামী করে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রাব্বি বলেন, মামলার বিষয়টি আমার জানা নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সন্ত্রাসী কার্যকলাপ ও মব সৃষ্টির
প্রবণতাকে বিশ্বাস করে না বলে তিনি জানান।