বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। দেড় মাস ধরে তিনি সেখানে আছেন। ছেলেকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শাকিব খান। এ নায়ক বলেন, “দু’বছর আগে আব্রামকে নিয়ে ঘুরেছিলাম, সুন্দর স্মৃতি দিয়েছিলাম। দেশে ফিরে শেহজাদকেও একই প্রতিশ্রুতি দিয়েছিলাম। এবার সেই প্রতিশ্রুতি পূরণ করেছি।”
সম্প্রতি ফেসবুকে শাকিব খানের দেওয়া একটি পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়; তৈরি হয় বিতর্ক। বিষয়টি নিয়ে তিনি বলেন, “আমার পোস্ট কাউকে কষ্ট দেওয়ার জন্য ছিল না। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ কোনো রাজনৈতিক দলের সীমায় আবদ্ধ থাকা উচিত নয়। বিভাজন নয়, ঐক্য দরকার।”
শাকিব খান দৃঢ়ভাবে বলেন, “আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। কোনো রাজনৈতিক পদ বা দায়িত্বও আমার নেই। সিনেমার কথা ভেবেই রাজনীতির প্রস্তাবগুলো সবসময় এড়িয়ে গেছি।”
কখনো রাজনৈতিক সুযোগ-সুবিধা না নেওয়ার কথা স্মরণ করে শাকিব খান বলেন, “কোনো রাজনৈতিক সুযোগ-সুবিধা গ্রহণ করিনি। বরং রাজনৈতিক প্রভাবের কারণে কাজ ও ব্যক্তিজীবনে অনেক বাধার মুখোমুখি হয়েছি।” “আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কর্ম সবসময় দেশ ও দেশের মানুষের জন্য।” বলেন শাকিব খান।