ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ডাকসুর কেন্দ্রীয় সংসদের সদস্য প্রার্থী হচ্ছেন বাগেরহাটের অপু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সদস্য প্রার্থী পদে মনোনয়ন জমা দিয়েছেন বাগেরহাটের মেধাবী শিক্ষার্থী মো. বেলাল হোসাইন অপু। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে (সেশন ২০১৮-১৯) মাস্টার্সে পড়াশোনা করছেন।

অপু ছোটবেলা থেকেই মেধার স্বাক্ষর রেখে আসছেন। প্রাথমিক চতুর্থ শ্রেণিতে সাধারণ বৃত্তি, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় বৃত্তি, অষ্টম শ্রেণির জেডিসি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি এবং বাগেরহাট জেলায় প্রথম স্থান অর্জন করেন। এছাড়া দাখিল পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি ও বিভাগীয় পজিশন লাভ করেন তিনি।

শিক্ষাজীবনের পাশাপাশি সাংগঠনিক নেতৃত্বেও সমান পারদর্শী অপু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে ‘নেটওয়ার্ক অফ সোস্যাল ওয়ার্কার, জিয়া হল’-এর সভাপতি হিসেবেও কাজ করেছেন।

ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে অপু বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সংকট দূর করতে স্কিলসেট বৃদ্ধি ও অন-ক্যাম্পাস কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রশাসনিক ও প্রাইভেট উদ্যোগ জরুরি। নিয়মিত পাঠদানের বাইরে এখানে প্রয়োজনীয় কোনো স্কিল বৃদ্ধির সুযোগ নেই। ফলে শিক্ষার্থীদের আর্থিক ব্যয় নির্বাহের জন্য নির্ভর করতে হয় টিউশনের উপর। কিন্তু বর্তমানে কিছু নির্দিষ্ট বিভাগের বাইরে টিউশন পাওয়া যেন সোনার হরিণের মতো।

তাই শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্কিল বৃদ্ধির সুযোগ নিশ্চিত করার চেষ্টা করবো।

ঢাকাভয়েস ২৪/সোভান

জনপ্রিয় সংবাদ

এনবিআরের আরো ৪ কর্মকর্তা বরখাস্ত

ডাকসুর কেন্দ্রীয় সংসদের সদস্য প্রার্থী হচ্ছেন বাগেরহাটের অপু

আপডেট সময় ০৫:৩০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সদস্য প্রার্থী পদে মনোনয়ন জমা দিয়েছেন বাগেরহাটের মেধাবী শিক্ষার্থী মো. বেলাল হোসাইন অপু। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে (সেশন ২০১৮-১৯) মাস্টার্সে পড়াশোনা করছেন।

অপু ছোটবেলা থেকেই মেধার স্বাক্ষর রেখে আসছেন। প্রাথমিক চতুর্থ শ্রেণিতে সাধারণ বৃত্তি, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় বৃত্তি, অষ্টম শ্রেণির জেডিসি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি এবং বাগেরহাট জেলায় প্রথম স্থান অর্জন করেন। এছাড়া দাখিল পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি ও বিভাগীয় পজিশন লাভ করেন তিনি।

শিক্ষাজীবনের পাশাপাশি সাংগঠনিক নেতৃত্বেও সমান পারদর্শী অপু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে ‘নেটওয়ার্ক অফ সোস্যাল ওয়ার্কার, জিয়া হল’-এর সভাপতি হিসেবেও কাজ করেছেন।

ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে অপু বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সংকট দূর করতে স্কিলসেট বৃদ্ধি ও অন-ক্যাম্পাস কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রশাসনিক ও প্রাইভেট উদ্যোগ জরুরি। নিয়মিত পাঠদানের বাইরে এখানে প্রয়োজনীয় কোনো স্কিল বৃদ্ধির সুযোগ নেই। ফলে শিক্ষার্থীদের আর্থিক ব্যয় নির্বাহের জন্য নির্ভর করতে হয় টিউশনের উপর। কিন্তু বর্তমানে কিছু নির্দিষ্ট বিভাগের বাইরে টিউশন পাওয়া যেন সোনার হরিণের মতো।

তাই শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্কিল বৃদ্ধির সুযোগ নিশ্চিত করার চেষ্টা করবো।

ঢাকাভয়েস ২৪/সোভান