এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২৫ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখা।
১৬ আগষ্ট (শনিবার) দুপুরে শহরের বনমালী শিল্পকলা কেন্দ্রে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ছাত্রশিবির পাবনা শহর শাখার সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন।
শহর শিবিরের সেক্রেটারি এস এম হাবিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হুসাইন, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির পাবনা জেলা শাখার সাবেক সভাপতি ও পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, ছাত্রশিবির পাবনা শহর শাখার সাবেক সভাপতি ও পাবনা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, ন্যাশনাল ডক্টর ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি ডা. মাসুদ রানা সরকার, আমেরিকা প্রবাসী শমসের আলম হেলাল দাদু।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন তোমাদের মেধা, অধ্যবসায় ও শ্রম আজকে এ সাফল্যের পথ সুগম করেছে। তোমাদের এ অর্জন কেবল ব্যক্তিগত নয়, এটি পরিবার, সমাজ ও দেশের জন্য এক বিশাল গর্বের বিষয়।
তবে মনে রাখতে হবে—শুধু ভালো রেজাল্ট করাই শেষ কথা নয়। আসল সফলতা হলো, এই অর্জনকে কাজে লাগিয়ে দেশের জন্য, সমাজের জন্য এবং মানবতার জন্য কল্যাণকর কিছু করতে পারা। এ-প্লাস অর্জন তোমাদের জীবনের এক ধাপ মাত্র, এর পরেও আরো অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমরা চাই তোমরা জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। তোমাদের হাতেই আমাদের ভবিষ্যৎ। তোমরা হবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, সত্য ও ন্যায়ের পতাকাবাহক, এবং মানবতার সেবক।
অন্যান্য বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের আগামীর নেতৃত্ব এ তরুণদের হাতেই গড়ে উঠবে। তোমরাই জাতির ভবিষ্যৎ। আমাদের এ ক্ষুদ্র প্রয়াস তোমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আমরা আশা করি। তারা আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা গ্রহণ, গবেষণামূলক চিন্তা এবং নৈতিকতা ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের জাতি ও সমাজের কল্যাণে নিজেকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফারজানা তাসনিম নামে একজন শিক্ষার্থী বলেন, এ আয়োজন আমাদের জীবনে অনন্য অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে উৎসাহিত করবে।
এছাড়াও অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে পরিবেশনা করেন দেশের খ্যাতিমান ইসলামী সঙ্গীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক এবং পাবনার জনপ্রিয় অনির্বাণ শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।