ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হজে নেওয়া যাবে না। কেবল শারীরিকভাবে সুস্থ ব্যক্তিদেরই হজের জন্য নিবন্ধন করাতে হবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হজে নেওয়া হলে সরকার বিভিন্ন বিড়ম্বনার শিকার হয়। তাই শারীরিকভাবে অক্ষম ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজের জন্য ফিটনেস সার্টিফিকেট না দিতে সিভিল সার্জনদের নির্দেশনা দেওয়া হয়েছে।
হজ গমনেচ্ছুক ব্যক্তিদের সঙ্গে হজ এজেন্সির যোগসূত্র তৈরির লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে হজ এজেন্সিসমূহের সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে হজ ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা তৈরি হবে এবং আগ্রহীরা তাদের সামর্থ্য অনুযায়ী হজ প্যাকেজ বাছাই করতে পারবেন। উপদেষ্টা বলেন, ‘পারস্পরিক সম্মান, মর্যাদা ও ভ্রাতৃত্বের সঙ্গে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি মন্ত্রণালয়ের পক্ষ হতে হাবকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরো বলেন, ‘হজযাত্রী নিবন্ধন প্রক্রিয়ায় দালালের দৌরাত্ম্যের কারণে হজের খরচ বেড়ে যায়, হজযাত্রীরা প্রতারিত হন। হজ গমনেচ্ছুক ব্যক্তিদের এজেন্সি মালিক কিংবা তার বৈধ প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে হজে যাওয়ার অনুরোধ করেন উপদেষ্টা। এ ছাড়া তিনি হজ এজেন্সির সঙ্গে হজযাত্রীদের চুক্তি সম্পাদন এবং হজযাত্রীদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।