ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতশাসিত কাশ্মীরে ভয়াবহ বন্যায় ৩৪ জনের মৃত্যু

ভারতশাসিত কাশ্মীরে ভয়াবহ বন্যায় ৩৪ জনের মৃত্যু

ভারতশাসিত কাশ্মীরের হিমালয়ের একটি পাহাড়ি গ্রামে প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ স্রোতে বৃহস্পতিবার অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় শীর্ষ একজন সরকারি কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

এটি এ মাসে ভারতে ঘটা প্রাণঘাতী বন্যায় সৃষ্ট বিপর্যয়গুলোর মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তর ঘটনা। কিশতোয়ার জেলায় প্রবল বর্ষণের কারণে ‘ক্লাউডবার্স্ট’ (হঠাৎ প্রচণ্ড বৃষ্টি) হয়েছে জানিয়ে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, ‘খবরটি ভয়াবহ।

ঘটনার পর কিশতোয়ারের একটি হাসপাতালে ভিড় জমে যায়। অনেককে আহতদের স্ট্রেচারে নিয়ে যেতে দেখা গেছে। জেলার প্রশাসক পঙ্কজ কুমার শর্মা বলেছেন, ‘আমরা ৩৪টি মৃতদেহ ও ৩৫ জন আহতকে উদ্ধার করেছি। আরো মৃতদেহ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশের অথোলি গ্রামের বাসিন্দা সুশীল কুমার বলেন, ‘আমি নিজ চোখে অন্তত ১৫টি মৃতদেহ স্থানীয় হাসপাতালে আনতে দেখেছি।’

টানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে ইতোমধ্যে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারী দলগুলোর সেখানে পৌঁছাতে অসুবিধা হতে পারে। প্রধান শহর শ্রীনগর থেকে এলাকাটি সড়কপথে ২০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘যাদের সাহায্যের প্রয়োজন, তাদের সম্ভাব্য সব সহায়তা দেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সরকারি বাঙলা কলেজে ‘শহীদ সাগর ছাত্রাবাস’ উদ্বোধন

ভারতশাসিত কাশ্মীরে ভয়াবহ বন্যায় ৩৪ জনের মৃত্যু

আপডেট সময় ০৭:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

ভারতশাসিত কাশ্মীরের হিমালয়ের একটি পাহাড়ি গ্রামে প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ স্রোতে বৃহস্পতিবার অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় শীর্ষ একজন সরকারি কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

এটি এ মাসে ভারতে ঘটা প্রাণঘাতী বন্যায় সৃষ্ট বিপর্যয়গুলোর মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তর ঘটনা। কিশতোয়ার জেলায় প্রবল বর্ষণের কারণে ‘ক্লাউডবার্স্ট’ (হঠাৎ প্রচণ্ড বৃষ্টি) হয়েছে জানিয়ে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, ‘খবরটি ভয়াবহ।

ঘটনার পর কিশতোয়ারের একটি হাসপাতালে ভিড় জমে যায়। অনেককে আহতদের স্ট্রেচারে নিয়ে যেতে দেখা গেছে। জেলার প্রশাসক পঙ্কজ কুমার শর্মা বলেছেন, ‘আমরা ৩৪টি মৃতদেহ ও ৩৫ জন আহতকে উদ্ধার করেছি। আরো মৃতদেহ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশের অথোলি গ্রামের বাসিন্দা সুশীল কুমার বলেন, ‘আমি নিজ চোখে অন্তত ১৫টি মৃতদেহ স্থানীয় হাসপাতালে আনতে দেখেছি।’

টানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে ইতোমধ্যে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারী দলগুলোর সেখানে পৌঁছাতে অসুবিধা হতে পারে। প্রধান শহর শ্রীনগর থেকে এলাকাটি সড়কপথে ২০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘যাদের সাহায্যের প্রয়োজন, তাদের সম্ভাব্য সব সহায়তা দেওয়া হবে।