বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আগামীর বাংলাদেশ পরিচালনায় সক্ষম ও সফল নেতৃত্ব গড়ে তুলতে তরুণদের জ্ঞান, দক্ষতা এবং চরিত্রে উৎকর্ষ অর্জন করতে হবে।
১৩ আগস্ট (বুধবার) সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফেনী শহর শাখা আয়োজিত বাছাইকৃত সাথীদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ফেনী শহর শাখা সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় এবং শাখা সভাপতি ওমর ফারুকের পরিচালনায় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা সভাপতি আবু হানিফ হেলাল, শহর অফিস সম্পাদক মীর জিলানী, প্রচার সম্পাদক এনামুল হক, আইন সম্পাদক নুর হোসেন, প্রকাশনা সম্পাদক নাজমুল হক প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বলেন, “যোগ্য ও সফল নেতৃত্বের জন্য তিনটি গুণ অপরিহার্য— জ্ঞানের সমৃদ্ধি, দক্ষতার উন্নয়ন এবং উত্তম চরিত্র গঠন। আমাদের চিন্তা ও গবেষণায় হযরত খিজির (আ.)-এর মতো প্রজ্ঞাবান হতে হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় হযরত ইউসুফ (আ.)-এর মতো দূরদর্শী ও স্বপ্নচারী হতে হবে। এই গুণাবলি অর্জনের মাধ্যমেই আগামী প্রজন্ম দেশের জন্য আদর্শ নেতৃত্ব দিতে পারবে।”