এমসি কলেজের হোস্টেলগুলোতে যেখানে ছাত্রত্ব শেষ হওয়ার পরও সিট দখল করে রাখার এক ধরনের সংস্কৃতি বিদ্যমান ছিল, সেখানে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন কলেজটির ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল খান। স্নাতকোত্তরের ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই তিনি হোস্টেল ছেড়ে চলে গেছেন।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে তিনি তার আসবাবপত্র নিয়ে হোস্টেল ত্যাগ করেন। ইসমাইল খান নিজেই তার ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রশিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান স্নাতকোত্তর শেষে একইভাবে হোস্টেল ত্যাগ করে একটি ইতিবাচক উদাহরণ তৈরি করেছিলেন। এবার ইসমাইল খানের এই পদক্ষেপও নেটিজেনদের প্রশংসায় ভাসছে। এমসি কলেজসহ অন্যান্য শিক্ষার্থীরা এই উদ্যোগকে ছাত্ররাজনীতির জন্য একটি মাইলফলক হিসেবে দেখছেন। তাদের মতে, এটি একটি সুস্থ সংস্কৃতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।