চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়েন তারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৪ মে ব্যাংককের রুটনিন আই হাসপাতালে মির্জা ফখরুলের চোখের অপারেশন করা হয়। অপারেশনের পরে চিকিৎসকের পরামর্শে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছিল মির্জা ফখরুলকে।