ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাকসু জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে: চবি উপাচার্য Logo চাকসু নির্বাচন: ২৫০ সিসি ক্যামেরায় পর্যবেক্ষন হচ্ছে ভোটের পরিস্থিতি Logo চাকসু: আঙুলের অমোচনীয় কালি উঠে যাচ্ছে, অভিযোগ ছাত্রদল-শিবিরের Logo চাকসু নির্বাচনে শিবির প্যানেলকে জরিমানার খবরটি সঠিক নয়: নির্বাচন কমিশনার Logo পর্যায়ক্রমে ৩ স্তরে গণনা হবে চাকসু নির্বাচনের ভোট Logo চাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ভোটারদের লম্বা লাইন Logo মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ Logo চাকসু প্রার্থীকে হেনস্তা করতে ফেইক আইডি খুলে অপপ্রচার Logo ছাত্রশিবিরকে নিয়ে দৈনিক ইনকিলাবের মিথ্যাচারপূর্ণ সংবাদের নিন্দা প্রকাশ Logo রাকসু নির্বাচন জরিপে শীর্ষ তিন পদেই এগিয়ে ছাত্রশিবির

পদ্মার ভাঙনে বিলীন দিঘীরপাড় বাজারের দোকান, আতঙ্কে ব্যবসায়ীরা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে শুরু হওয়া আকস্মিক নদী ভাঙনে মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায় অন্তত দুইটি দোকান। তীব্র স্রোত ও পানির চাপের কারণে পাড় সংরক্ষণের জন্য ফেলা জিও ব্যাগ সরে গেলে ভাঙন শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাজারের আরও কয়েকটি দোকান ঝুঁকির মধ্যে পড়ে যায়, ফলে ব্যবসায়ীরা তড়িঘড়ি করে মালামাল সরিয়ে নিতে থাকেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, “ভাঙনের খবর পাওয়ার পরই পাউবোকে জানানো হয়েছে, সকালে জরুরি ব্যবস্থা নেওয়া হবে।” পানি উন্নয়ন বোর্ডের টঙ্গীবাড়ী পওর শাখার উপসহকারী প্রকৌশলী মো. আশিক সারোয়ার বলেন, “আগেও এখানে জিও ব্যাগ ফেলা হয়েছিল, এবার আপদকালীনভাবে নতুন উদ্যোগ নেওয়া হবে।”

দিঘীরপাড় বাজারটি প্রায় ২০০ বছরের পুরনো এবং বিগত কয়েক বছরে একাধিকবার ভাঙনের শিকার হয়েছে। গত জুলাই মাসেও একদিনে একাধিক দোকান নদীতে ধসে পড়ে। লৌহজং–টঙ্গীবাড়ী নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলমান থাকলেও স্থানীয়দের দাবি, অগ্রগতি সন্তোষজনক নয় এবং জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ স্থানে স্থায়ী বাঁধ নির্মাণ প্রয়োজন।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা আশঙ্কা করছেন, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে বাজারের বড় একটি অংশ নদীতে বিলীন হয়ে যেতে পারে।

 

জনপ্রিয় সংবাদ

চাকসু জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে: চবি উপাচার্য

পদ্মার ভাঙনে বিলীন দিঘীরপাড় বাজারের দোকান, আতঙ্কে ব্যবসায়ীরা

আপডেট সময় ০৮:২৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে শুরু হওয়া আকস্মিক নদী ভাঙনে মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায় অন্তত দুইটি দোকান। তীব্র স্রোত ও পানির চাপের কারণে পাড় সংরক্ষণের জন্য ফেলা জিও ব্যাগ সরে গেলে ভাঙন শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাজারের আরও কয়েকটি দোকান ঝুঁকির মধ্যে পড়ে যায়, ফলে ব্যবসায়ীরা তড়িঘড়ি করে মালামাল সরিয়ে নিতে থাকেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, “ভাঙনের খবর পাওয়ার পরই পাউবোকে জানানো হয়েছে, সকালে জরুরি ব্যবস্থা নেওয়া হবে।” পানি উন্নয়ন বোর্ডের টঙ্গীবাড়ী পওর শাখার উপসহকারী প্রকৌশলী মো. আশিক সারোয়ার বলেন, “আগেও এখানে জিও ব্যাগ ফেলা হয়েছিল, এবার আপদকালীনভাবে নতুন উদ্যোগ নেওয়া হবে।”

দিঘীরপাড় বাজারটি প্রায় ২০০ বছরের পুরনো এবং বিগত কয়েক বছরে একাধিকবার ভাঙনের শিকার হয়েছে। গত জুলাই মাসেও একদিনে একাধিক দোকান নদীতে ধসে পড়ে। লৌহজং–টঙ্গীবাড়ী নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলমান থাকলেও স্থানীয়দের দাবি, অগ্রগতি সন্তোষজনক নয় এবং জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ স্থানে স্থায়ী বাঁধ নির্মাণ প্রয়োজন।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা আশঙ্কা করছেন, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে বাজারের বড় একটি অংশ নদীতে বিলীন হয়ে যেতে পারে।