ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে সশস্ত্র জঙ্গি হামলায় অন্তত ৯ সেনা নিহত

পাকিস্তানে সশস্ত্র জঙ্গি হামলায় অন্তত ৯ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সোমবার সশস্ত্র জঙ্গি হামলায় অন্তত ৯ সেনা নিহত ও ছয় সেনা আহত হয়েছেন। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

এ হামলার দিনই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সাম্প্রতিক প্রাণঘাতী কয়েকটি হামলার দায় স্বীকারকারী বেলুচ লিবারেশন আর্মিকে (বিএলএ) বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

হামলাস্থল ওয়াশুক জেলার এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ‘ডজনখানেক সশস্ত্র জঙ্গি একটি থানা ও সীমান্ত বাহিনীর কম্পাউন্ডে হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে তিনি আরো বলেন, ‘সেনারা জঙ্গিদের মোকাবেলা করতে যাওয়ার পথে হামলার শিকার হন। জঙ্গিরা ৯ সেনাকে হত্যা করেছে।’

৯ জন নিহতের খবর নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক প্রদেশটির স্বরাষ্ট্র দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘মোটরসাইকেলে প্রায় ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী ছিল, যারা সরকারি ভবনগুলোতে হামলা ও লুটপাট করেছিল।’

দপ্তরের আরেক কর্মকর্তা এএফপিকে জানান, ওয়াশুক জেলার বাসিমা শহরে ফ্রন্টিয়ার কর্পসের প্রাঙ্গণে জঙ্গিরা হাতবোমা নিক্ষেপ করে।

অঞ্চলটিতে সবচেয়ে সক্রিয় গোষ্ঠী বিএলএ হলেও এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর প্রেক্ষিতে বিএলএর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

১২ দিনে দেশে রেমিট্যান্স এল ১০৫ কোটি ডলার

পাকিস্তানে সশস্ত্র জঙ্গি হামলায় অন্তত ৯ সেনা নিহত

আপডেট সময় ০৭:৪৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সোমবার সশস্ত্র জঙ্গি হামলায় অন্তত ৯ সেনা নিহত ও ছয় সেনা আহত হয়েছেন। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

এ হামলার দিনই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সাম্প্রতিক প্রাণঘাতী কয়েকটি হামলার দায় স্বীকারকারী বেলুচ লিবারেশন আর্মিকে (বিএলএ) বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

হামলাস্থল ওয়াশুক জেলার এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ‘ডজনখানেক সশস্ত্র জঙ্গি একটি থানা ও সীমান্ত বাহিনীর কম্পাউন্ডে হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে তিনি আরো বলেন, ‘সেনারা জঙ্গিদের মোকাবেলা করতে যাওয়ার পথে হামলার শিকার হন। জঙ্গিরা ৯ সেনাকে হত্যা করেছে।’

৯ জন নিহতের খবর নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক প্রদেশটির স্বরাষ্ট্র দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘মোটরসাইকেলে প্রায় ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী ছিল, যারা সরকারি ভবনগুলোতে হামলা ও লুটপাট করেছিল।’

দপ্তরের আরেক কর্মকর্তা এএফপিকে জানান, ওয়াশুক জেলার বাসিমা শহরে ফ্রন্টিয়ার কর্পসের প্রাঙ্গণে জঙ্গিরা হাতবোমা নিক্ষেপ করে।

অঞ্চলটিতে সবচেয়ে সক্রিয় গোষ্ঠী বিএলএ হলেও এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর প্রেক্ষিতে বিএলএর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে।