ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক চলছে Logo রাবি ভিসির বাসভবনে শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী সাবেক ছাত্রদল নেতার তালা Logo ইসি চাইলে ৩০০ আসনের ফল বাতিল করতে পারবে-ইসি সানাউল্লাহ Logo স্থলপথে বাংলাদেশের পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের Logo আবারও ‘না’ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে: ইসি সানাউল্লাহ Logo চাঁদাবাজি-দখলবাজির সুস্পষ্ট অভিযোগে এক নেতার সব পদ স্থগিত করলো বিএনপি Logo টিভিতে যে খেলা দেখবেন আজ Logo উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা দিলো মালয়েশিয়া Logo রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না: সাবেক ঢাবি ভিসিকে শেখ হাসিনা Logo দক্ষিণ আফ্রিকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত আরও ১৭ বাংলাদেশী

সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে পাচঁ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

গত ১০ আগস্ট ২০২৫, রবিবার সকাল ৯টায় সিরাজগঞ্জ সরকারি কলেজের শহীদ শিহাব অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি এস. এম. শামীম রেজা এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মু. হাবিবুল্লাহ সরকার।
সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বুয়েটের সাবেক মেধাবী ছাত্র ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, “বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। এ দেশের প্রতিটি মেধাবী শিক্ষার্থীকে দেশের সম্পদে পরিণত হতে হবে। সততা, দক্ষতা, দেশপ্রেম ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে আগামী দিনে দেশ ও জাতির কাঙ্ক্ষিত নেতৃত্বের উপযোগী করে নিজেদের গড়ে তুলতে হবে।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শবাদী সংগঠন, যা প্রতিষ্ঠালগ্ন থেকেই মেধাবীদের উৎসাহ ও প্রেরণা যোগাতে নানামুখী আয়োজন করে আসছে। আগামী দিনেও এ ধরনের কল্যাণকর উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।”

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, “আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে হলে মেধা ও জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। একাডেমিক পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনও অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়-মেডিকেলের মেধাবী শিক্ষার্থীরা। বক্তারা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক চলছে

সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে পাচঁ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আপডেট সময় ০৮:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

গত ১০ আগস্ট ২০২৫, রবিবার সকাল ৯টায় সিরাজগঞ্জ সরকারি কলেজের শহীদ শিহাব অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি এস. এম. শামীম রেজা এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মু. হাবিবুল্লাহ সরকার।
সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বুয়েটের সাবেক মেধাবী ছাত্র ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, “বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। এ দেশের প্রতিটি মেধাবী শিক্ষার্থীকে দেশের সম্পদে পরিণত হতে হবে। সততা, দক্ষতা, দেশপ্রেম ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে আগামী দিনে দেশ ও জাতির কাঙ্ক্ষিত নেতৃত্বের উপযোগী করে নিজেদের গড়ে তুলতে হবে।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শবাদী সংগঠন, যা প্রতিষ্ঠালগ্ন থেকেই মেধাবীদের উৎসাহ ও প্রেরণা যোগাতে নানামুখী আয়োজন করে আসছে। আগামী দিনেও এ ধরনের কল্যাণকর উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।”

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, “আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে হলে মেধা ও জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। একাডেমিক পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনও অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়-মেডিকেলের মেধাবী শিক্ষার্থীরা। বক্তারা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।