ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নওগাঁর মান্দায় মানববন্ধন Logo খালার দ্বন্দ্বের জেরে আমি ক্ষতির শিকার: টিউলিপ সিদ্দিক Logo বিষ পান করিয়ে পিতাকে হত্যা, আসামিদের গ্রেপ্তারের দাবি সন্তানের Logo নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক Logo জবিতে ‘পর্দা’ নিয়ে ছাত্রদল নেতার মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন Logo ঢাকা কলেজে মাস্টার্স শিক্ষার্থীদের ১৫ আগস্টের মধ্যে হল ত্যাগের নির্দেশ  Logo বৈষম্যহীন সমাজ নির্মাণের আহ্বানে মৌলভীবাজারে বাম জোটের সমাবেশ-মিছিল Logo ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার Logo পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার Logo গাজা শহর দখল পরিকল্পনার বিরুদ্ধে হাজারো ইসরায়েলিদের বিক্ষোভ

কুষ্টিয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত

“জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের তার, আগামীর দিন শুধু সম্ভাবনার” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) আব্দুল ওয়াহেদ অডিটোরিয়ামে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত রোকন সম্মেলনে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম সভাপতিত্বে ও সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক আলমগীর বিশ্বাস, কেন্দ্রীয় শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য খন্দকার এ কে এম আলী মুহসিন, কেন্দ্রীয় শুরা সদস্য জনাব অধ্যাপক ফরহাদ হোসাইন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামী দুইজন মন্ত্রীর মাধ্যমে প্রমাণ করেছে যে জামায়াত দেশ পরিচালনায় সক্ষম।” তিনি আরও বলেন, “বিশ্বের অনেক দেশে PR (Proportional Representation) সিস্টেম চালু রয়েছে, তাই জামায়াতের দাবি- দেশে PR পদ্ধতিতে নির্বাচন করতে হবে। জুলাই সনদকে প্রতিষ্ঠিত করে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নির্বাচন দেওয়া যেতে পারে।”
তিনি সরকারের কাছে দাবি জানান, “দেশের স্বৈরাচারের বিচার দৃশ্যমান হতে হবে।”

বক্তারা ইসলামী আন্দোলনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব এবং রোকনদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার রোকন ভাই ও বোনেরা অংশ নেন এবং ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নওগাঁর মান্দায় মানববন্ধন

কুষ্টিয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

“জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের তার, আগামীর দিন শুধু সম্ভাবনার” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) আব্দুল ওয়াহেদ অডিটোরিয়ামে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত রোকন সম্মেলনে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম সভাপতিত্বে ও সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক আলমগীর বিশ্বাস, কেন্দ্রীয় শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য খন্দকার এ কে এম আলী মুহসিন, কেন্দ্রীয় শুরা সদস্য জনাব অধ্যাপক ফরহাদ হোসাইন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামী দুইজন মন্ত্রীর মাধ্যমে প্রমাণ করেছে যে জামায়াত দেশ পরিচালনায় সক্ষম।” তিনি আরও বলেন, “বিশ্বের অনেক দেশে PR (Proportional Representation) সিস্টেম চালু রয়েছে, তাই জামায়াতের দাবি- দেশে PR পদ্ধতিতে নির্বাচন করতে হবে। জুলাই সনদকে প্রতিষ্ঠিত করে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নির্বাচন দেওয়া যেতে পারে।”
তিনি সরকারের কাছে দাবি জানান, “দেশের স্বৈরাচারের বিচার দৃশ্যমান হতে হবে।”

বক্তারা ইসলামী আন্দোলনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব এবং রোকনদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার রোকন ভাই ও বোনেরা অংশ নেন এবং ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।