ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুষ্টিয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত Logo ডাকাতির চেষ্টায় গণপিটুনির শিকার সেই বিএনপি নেতা বহিষ্কার Logo জবির আইইআর-এ র‌্যাগিং, ১০ দিনেও উদ্যোগহীন পরিচালক; আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগীরা Logo ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন : সিইসি Logo নাটোরে মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা Logo সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন Logo আগামীর কর্মপরিকল্পনা নিয়ে জুলাই মঞ্চ লক্ষ্মীপুরের আলোচনা সভা Logo আগামীর সংবিধানে ইসলামী শ্রমনীতি অন্তর্ভুক্তির বিকল্প নেই Logo চাঁদা না পেয়ে গাজীপুরের পোশাক শ্রমিককে পেটাল ছাত্রদল নেতা Logo সীমাবদ্ধতার মাঝেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি

সাংবাদিক তুহিন হত্যায় ইউনাইটেড মিডিয়া ফোরামের শোক ও নিন্দা

সাংবাদিক তুহিন হত্যায় ইউনাইটেড মিডিয়া ফোরামের শোক ও নিন্দা

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড মিডিয়া ফোরাম (ইউএমএফ)। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে সংগঠনটি।

গত ৭ আগস্ট বৃহস্পতিবার রাতের এ মর্মান্তিক ঘটনার বিষয়ে ইউএমএফের আহ্বায়ক আনজাম খালেক ও সদস্য সচিব মোস্তফা কামাল এক যৌথ বিবৃতিতে বলেন, সিসিটিভি ফুটেজ ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এক যুবককে কোপানোর ভিডিও ধারণ করায় সন্ত্রাসীরা তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে।

নেতৃবৃন্দ বলেন, “এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং আইনশৃঙ্খলার চরম অবনতির নির্মম প্রমাণ। সন্ত্রাসীদের নিয়ন্ত্রণহীনতা ও দাপটের এক ন্যাক্কারজনক উদাহরণ। চব্বিশ-পরবর্তী নতুন বাংলাদেশে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা রক্ষায় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসী ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, দেশজুড়ে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানায় ইউএমএফ, যাতে নিহত সাংবাদিক তুহিনের আত্মা ন্যায়বিচার পায়।

বিবৃতির শেষে ইউএমএফ-এর আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, “আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। সাংবাদিক তুহিনের পরিবারের ন্যায়বিচারের দাবিতে ইউনাইটেড মিডিয়া ফোরাম সর্বাত্মকভাবে পাশে থাকবে।” সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাবিউল আজিজের পাঠানো এক নিন্দা ও প্রতিবাদ লিপিতে এসব তথ্য জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত

সাংবাদিক তুহিন হত্যায় ইউনাইটেড মিডিয়া ফোরামের শোক ও নিন্দা

আপডেট সময় ১০:৫৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড মিডিয়া ফোরাম (ইউএমএফ)। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে সংগঠনটি।

গত ৭ আগস্ট বৃহস্পতিবার রাতের এ মর্মান্তিক ঘটনার বিষয়ে ইউএমএফের আহ্বায়ক আনজাম খালেক ও সদস্য সচিব মোস্তফা কামাল এক যৌথ বিবৃতিতে বলেন, সিসিটিভি ফুটেজ ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এক যুবককে কোপানোর ভিডিও ধারণ করায় সন্ত্রাসীরা তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে।

নেতৃবৃন্দ বলেন, “এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং আইনশৃঙ্খলার চরম অবনতির নির্মম প্রমাণ। সন্ত্রাসীদের নিয়ন্ত্রণহীনতা ও দাপটের এক ন্যাক্কারজনক উদাহরণ। চব্বিশ-পরবর্তী নতুন বাংলাদেশে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা রক্ষায় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসী ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, দেশজুড়ে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানায় ইউএমএফ, যাতে নিহত সাংবাদিক তুহিনের আত্মা ন্যায়বিচার পায়।

বিবৃতির শেষে ইউএমএফ-এর আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, “আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। সাংবাদিক তুহিনের পরিবারের ন্যায়বিচারের দাবিতে ইউনাইটেড মিডিয়া ফোরাম সর্বাত্মকভাবে পাশে থাকবে।” সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাবিউল আজিজের পাঠানো এক নিন্দা ও প্রতিবাদ লিপিতে এসব তথ্য জানানো হয়।