যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। বিষয়টি সম্পর্কে অবগত তিন ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে ভারতের মধ্যে অসন্তোষের প্রথম স্পষ্ট লক্ষণ। ট্রাম্পের শুল্ক ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপের ফলে ওয়াশিংটন ও দিল্লির মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
নয়াদিল্লির দুই কর্মকর্তা জানিয়েছেন, ভারত আগামী সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে কিছু ক্রয়ের ঘোষণার জন্য ওয়াশিংটনে পাঠানোর পরিকল্পনা করেছিল। কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে।
ট্রাম্প ৬ আগস্ট দিল্লির রাশিয়ান তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। এর ফলে ভারতীয় রপ্তানির উপর মোট শুল্ক ৫০ শতাংশে উন্নীত হয় – যা মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো বাণিজ্য অংশীদারের মধ্যে সর্বোচ্চ।
রয়টার্স জানিয়েছে, জেনারেল ডাইনামিক্স ল্যান্ড সিস্টেমসের তৈরি স্ট্রাইকার যুদ্ধ যান এবং রেথিয়ন ও লকহিড মার্টিনের তৈরি জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে ভারতের আলোচনা শুল্কের কারণে স্থগিত করা হয়েছে। ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেব্রুয়ারিতে এই জিনিসপত্র ক্রয় ও যৌথ উৎপাদনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন।
দুই ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার সফরের সময় ভারতীয় নৌবাহিনীর জন্য ছয়টি বোয়িং পি৮আই রিকনায়েন্স বিমান এবং সাপোর্ট সিস্টেম কেনার ঘোষণাও করার পরিকল্পনা করছিলেন।
বোয়িং, লকহিড মার্টিন এবং জেনারেল ডাইনামিক্স ভারত ও মার্কিন সরকারের কাছে প্রশ্ন তুলেছে। ভারত জানিয়েছে, তারা ওয়াশিংটনের সাথে সক্রিয়ভাবে আলোচনায় নিয়োজিত রয়েছে।
এক কর্মকর্তা জানিয়েছেন, শুল্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের দিকনির্দেশনা সম্পর্কে ভারত স্পষ্টতা পেলে প্রতিরক্ষা ক্রয় এগিয়ে যেতে পারে। তবে বিষয়টি ‘যত তাড়াতাড়ি আশা করা হয়েছিল তত তাড়াতাড়ি নয়।’