গাজীপুরের টঙ্গী স্টেশন রোডের ফুটপাতে একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাতনামা এক পুরুষের বেশ কয়েক টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় টঙ্গী পূর্ব থানা পুলিশ এগুলো উদ্ধার করে।
পুলিশ বলছে, টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড হাজীর বিরিয়ানির সামনে রাস্তার ওপর ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে অজ্ঞাত পুরুষ এর মরদেহ দেখতে পায়। ব্যাগটি শেষ রাতের যে কোন সময় এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টায় ট্রাভেল ব্যাগে ভর্তি একজন অজ্ঞাত পুরুষের টুকরো করা মরদেহ উদ্ধার হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।