ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের জায়গা থাকবে না’ Logo ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাবনা Logo বাড়ল সয়াবিন তেলের দাম Logo পুলিশ ফ্যাসিবাদী কায়দায় শিক্ষকদের ওপর হামলা করেছে-সাদিক কায়েম Logo শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার Logo বগুড়ায় খাস জমি দখলে আ’মী লীগ নেতা, প্রশাসনের নীরব ভূমিকা Logo আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে পিআরের পক্ষে নই- জামালপুরে সারজিস আলম Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৬ অক্টোবর,যে ভাবে দেখবেন Logo ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “সমাবর্তন” অনুষ্ঠান Logo ঢাবির ছাত্রাবাসের সামনে সংঘর্ষ, নেপথ্যে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীর দোকান

বিচারিক হত্যাকাণ্ড ‘শাহবাগ-আওয়ামী যৌথ প্রজেক্টের ফল’: ঢাবি শিবির সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেছেন, বিচারিক হত্যাকাণ্ড হচ্ছে ‘শাহবাগ ও আওয়ামী যৌথ প্রজেক্টের’ ফল। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনকে তিনি ‘মব জাস্টিস’-এর প্রবর্তক আখ্যা দিয়ে এর বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ফ্যাসিবাদ পতনের এক বছর উপলক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘৩৬ জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত চিত্র প্রদর্শনী থেকে জামায়াত ও বিএনপির কয়েকজন নেতার ছবি সরিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করেছে শাহবাগপন্থি একটি গোষ্ঠী। এর মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে দীর্ঘজীবন দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনার প্রতি সম্মান জানিয়েছি। কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট—যারা ফ্যাসিবাদের শিকার হয়েছে, আমরা তাদের কথা বলতেই থাকবো। শাহবাগের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক সংগ্রাম জারি থাকবে ইনশাআল্লাহ।”

মহিউদ্দিন খান তার স্ট্যাটাসে আরও দাবি করেন, “যারা বিচারিক হত্যাকাণ্ডের ক্ষেত্র প্রস্তুত করেছে এবং শেখ হাসিনাকে ‘হাসিনা’ হয়ে উঠতে সাহায্য করেছে—তাদের বিরুদ্ধেও আমাদের সংগ্রাম চলবে। ইনকিলাব জিন্দাবাদ।”

জনপ্রিয় সংবাদ

‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের জায়গা থাকবে না’

বিচারিক হত্যাকাণ্ড ‘শাহবাগ-আওয়ামী যৌথ প্রজেক্টের ফল’: ঢাবি শিবির সেক্রেটারি

আপডেট সময় ০৯:২৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেছেন, বিচারিক হত্যাকাণ্ড হচ্ছে ‘শাহবাগ ও আওয়ামী যৌথ প্রজেক্টের’ ফল। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনকে তিনি ‘মব জাস্টিস’-এর প্রবর্তক আখ্যা দিয়ে এর বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ফ্যাসিবাদ পতনের এক বছর উপলক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘৩৬ জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত চিত্র প্রদর্শনী থেকে জামায়াত ও বিএনপির কয়েকজন নেতার ছবি সরিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করেছে শাহবাগপন্থি একটি গোষ্ঠী। এর মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে দীর্ঘজীবন দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনার প্রতি সম্মান জানিয়েছি। কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট—যারা ফ্যাসিবাদের শিকার হয়েছে, আমরা তাদের কথা বলতেই থাকবো। শাহবাগের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক সংগ্রাম জারি থাকবে ইনশাআল্লাহ।”

মহিউদ্দিন খান তার স্ট্যাটাসে আরও দাবি করেন, “যারা বিচারিক হত্যাকাণ্ডের ক্ষেত্র প্রস্তুত করেছে এবং শেখ হাসিনাকে ‘হাসিনা’ হয়ে উঠতে সাহায্য করেছে—তাদের বিরুদ্ধেও আমাদের সংগ্রাম চলবে। ইনকিলাব জিন্দাবাদ।”