ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই অভ্যুত্থানে ৯ দফার আদ্যপ্রান্ত জানালেন সাংবাদিক অন্তু মুজাহিদ Logo রেমিট্যান্সে রেকর্ড, জুলাইয়ের ৩০ দিনে এলো ২৩৭ কোটি ডলার Logo চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত Logo সম্মান জোর করে অর্জনের বিষয় নয়: শিবির সভাপতি Logo থানা হোক ন্যায়বিচার লাভের প্রথম ঠিকানা, কেউ যেন অপমানিত না হয়: আইজিপি Logo ইউএনওকে ধমকালেন বিএনপি নেতা, অডিও ভাইরাল Logo জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রেসক্লাব পাবনার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ Logo ডেঙ্গুতে জুলাই মাসেই মৃত্যু ৪১ জনের Logo এখন পর্যন্ত যেই ছেলেটার নামে একটাও অসততার অভিযোগ আসেনি, তার নাম আবু সাদিক Logo ১২০তম প্রাইজবন্ডের ড্র, লাখ টাকা পুরস্কার পেলো যেসব নম্বর

বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির অফিসের দোকানভাড়া চাওয়ায় দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাহাঙ্গীর ভূঁইয়া তার দোকানঘরটি বিএনপির স্থানীয় ইউনিটকে ভাড়া দিয়েছিলেন। ভাড়া বকেয়া থাকায় তিনি টাকা চাইলে উভয়পক্ষে কথাকাটাকাটির একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা তাকে মারধর করে। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসী জানায়, পাঁচ আগস্টের পর নারায়ণগঞ্জের আড়াইহাজার মাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয় করার জন্য নিহত জাহাঙ্গীরের কাছ থেকে অফিসটি ভাড়া ‌নেয় স্থানীয় ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার। সকা‌লে বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার তার ছেলেসহ কয়েকজনের সঙ্গে জাহাঙ্গীরের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে মারধর করলে ‌সে আহত হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) খন্দকার না‌সির উদ্দিন জানান, গত বছরের ৫ আগ‌স্টের পর মামুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মিয়া সালমদী বাজা‌রে জাহাঙ্গীরের কাছ থে‌কে বছ‌রে ৩০ হাজার টাকা ভাড়া চু‌ক্তি‌তে তিন‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টি দোকা‌নে ৭নং ওয়ার্ড বিএন‌পির কার্যালয় স্থাপন ক‌রেন। বা‌কি ২‌টি দোকা‌নের ভাড়া প‌রি‌শোধ কর‌লেও যে দোকান‌টি‌তে মাহমুদপুর ইউনিয়ন বিএন‌পির কার্যালয় ক‌রা হয় সেই দোকানের ভাড়া প‌রি‌শোধ করেননি তোতা মিয়া।

তিনি আরও জানান, বুধবার বেলা ১১টার দি‌কে জাহাঙ্গীর হো‌সেন ভাড়া চাইতে বিএন‌পি কার্যাল‌য়ে তোতা মিয়ার কা‌ছে গে‌লে উভ‌য়ের ম‌ধ্যে বাগ‌বিতন্ডা হয়। এক পর্যা‌য়ে তোতা মিয়ার সঙ্গে হাতাহা‌তিতে গুরুতর আহত হয় দোকান মালিক জাহাঙ্গীরকে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

জুলাই অভ্যুত্থানে ৯ দফার আদ্যপ্রান্ত জানালেন সাংবাদিক অন্তু মুজাহিদ

বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৮:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির অফিসের দোকানভাড়া চাওয়ায় দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাহাঙ্গীর ভূঁইয়া তার দোকানঘরটি বিএনপির স্থানীয় ইউনিটকে ভাড়া দিয়েছিলেন। ভাড়া বকেয়া থাকায় তিনি টাকা চাইলে উভয়পক্ষে কথাকাটাকাটির একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা তাকে মারধর করে। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসী জানায়, পাঁচ আগস্টের পর নারায়ণগঞ্জের আড়াইহাজার মাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয় করার জন্য নিহত জাহাঙ্গীরের কাছ থেকে অফিসটি ভাড়া ‌নেয় স্থানীয় ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার। সকা‌লে বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার তার ছেলেসহ কয়েকজনের সঙ্গে জাহাঙ্গীরের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে মারধর করলে ‌সে আহত হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) খন্দকার না‌সির উদ্দিন জানান, গত বছরের ৫ আগ‌স্টের পর মামুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মিয়া সালমদী বাজা‌রে জাহাঙ্গীরের কাছ থে‌কে বছ‌রে ৩০ হাজার টাকা ভাড়া চু‌ক্তি‌তে তিন‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টি দোকা‌নে ৭নং ওয়ার্ড বিএন‌পির কার্যালয় স্থাপন ক‌রেন। বা‌কি ২‌টি দোকা‌নের ভাড়া প‌রি‌শোধ কর‌লেও যে দোকান‌টি‌তে মাহমুদপুর ইউনিয়ন বিএন‌পির কার্যালয় ক‌রা হয় সেই দোকানের ভাড়া প‌রি‌শোধ করেননি তোতা মিয়া।

তিনি আরও জানান, বুধবার বেলা ১১টার দি‌কে জাহাঙ্গীর হো‌সেন ভাড়া চাইতে বিএন‌পি কার্যাল‌য়ে তোতা মিয়ার কা‌ছে গে‌লে উভ‌য়ের ম‌ধ্যে বাগ‌বিতন্ডা হয়। এক পর্যা‌য়ে তোতা মিয়ার সঙ্গে হাতাহা‌তিতে গুরুতর আহত হয় দোকান মালিক জাহাঙ্গীরকে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।