রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এক বার্তায় তারা জানায়, অভিযান এখনে চলছে।
আইএসপিআর জানিয়েছে, এখন পর্যন্ত একে ৪৭ রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। আইএসপিআর-এর সরবরাহকৃত একটি ছবিতে দেখা গেছে, উদ্ধার করা জিনিসপত্রের মাঝে বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ ছাড়াও ওয়াকিটকি ও কিছু বইপত্রও রয়েছে।