মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালু মহালের আধিপত্য নিয়ে দুই জলদস্যু গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় স্যুটার মান্নান নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় মান্নানের সহযোগী আরেক জলদস্যু হৃদয় বাঘ গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে মেঘনা নদীর গজারিয়ার ইমামপুর ইউনিয়নের কালিপুরা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত মান্নান গজারিয়া উপজেলার ইমামুপর ইউনিয়নের জৈষ্ঠিতলা নূর মোহাম্মদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আলম আজাদ।
পুলিশ ও স্থানীয়সূত্র জানাযায়, মেঘনায় বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের বিরোধ চলছিলো। সোমবার সকালে কালিপুরা এলাকায় একটি ইঞ্জিন চালিত ট্রলারে নদীতে নামে স্যুটার মান্নান ও তার সহযোগীর। এসময় প্রতিপক্ষের নয়ন-পিয়াস গ্রুপের সশস্ত্র দস্যুদের ১৫/১৬জন পেছন থেকে তাদের ধাওয়া করে গুলিবর্ষণ করে। তাদের সবার হাতে অস্ত্র, মাথায় হেলমেট, গায়ে জ্যাকেট ছিল। এ সময় আত্মরক্ষায় মান্নান গ্রুপও পালটা গুলি ছুড়ে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে স্যুটার মান্নান ঘটনাস্থলে নিহত হয়। গুলিবিদ্ধ হয় মান্নানের সহযোগী হৃদয় বাঘ। মান্নানের অপর দুই সহযোগী নদীতে ঝাপিয়ে পড়ে। তবে তারা গুলিবিদ্ধ হয়েছে কিনা বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
গজারিয়া গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘ নিহতের বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে । অবস্থা দেখে মনে হচ্ছে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা একটি গুলির খোসা উদ্ধার করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে তারা ঘটনাস্থলে আসছে’।