সিরাজগঞ্জ ইকোনমিক জোনে ঠিকাদারদের কাছে চাঁদাবাজির সময় মো. মানিক ওরফে কালা মানিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তার শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি পুলিশ।
সোমবার (২৮ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মানিক বেলকুচি উপজেলার চক বয়রা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।