ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে বাংলাদেশের স্বাগত Logo মুন্সীগঞ্জের মেঘনায় বালুমহল নিয়ন্ত্রণ নিয়ে নয়ন-পিয়াস গ্রুপের গুলিতে নিহত স্যুটার মান্নান, গুলিবিদ্ধ-১ Logo চাঁদাবাজির সময় কালা মানিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ Logo দুই কিশোরকে মারধরের পরে বয়স ১৮ বছর দেখিয়ে মামলা Logo প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ Logo হঠাৎ সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ Logo সুন্দরগঞ্জে খুচরা সার ব্যবসায়ীর ঘর থেকে ১৩৩ বস্তা টিএসপি সার জব্দ Logo টিভিতে যে খেলা থাকছে আজ Logo গাজাকে নিশ্চিহ্ন করার কোনো ন্যায্যতা থাকতে পারে না: গুতেরেস Logo বিএনপি কর্মীকে হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর আরাফাত গ্রেপ্তার

১ বছরের ব্যবধানে হঠাৎ বিএনপির আয় বেড়েছে ১৪ কোটি ৫৫ লাখ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৪ সালের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছে। এতে দেখা গেছে, এক বছরের ব্যবধানে হঠাৎ করেই বিএনপির আয় বেড়েছে ১৪ কোটি ৫৫ লাখ ১৪ হাজার ৬৯১ টাকা।

আজ রোববার (২৭ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে দলের ২০২৪ সালের আর্থিক হিসাব-নিকাশের প্রতিবেদন জমা দেন।

এসময় রিজভী সাংবাদিকদের বলেন, ২০২৪ সালে বিএনপির মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। একই বছরে ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা।

এর আগে ২০২৩ সালে বিএনপির আয় ছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা এবং ব্যয় ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা। আর ২০২২ সালে দলটি আয় দেখায় ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা এবং ব্যয় করে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।

নতুন হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বিএনপির উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

প্রতিবছর জুলাইয়ের মধ্যে আগের বছরের আর্থিক লেনদেনের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য। দলগুলোর এ হিসাব স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করিয়ে জমা দিতে হয়। নির্বাচন কমিশন এবার আওয়ামী লীগ (যার নিবন্ধন বর্তমানে স্থগিত) বাদে ৫০টি নিবন্ধিত দলকে ৩১ জুলাইয়ের মধ্যে ২০২৪ সালের হিসাব জমা দিতে চিঠি দিয়েছে।

উল্লেখযোগ্যভাবে, আইন অনুযায়ী কোনো দল পরপর তিন বছর আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে তার নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে বাংলাদেশের স্বাগত

১ বছরের ব্যবধানে হঠাৎ বিএনপির আয় বেড়েছে ১৪ কোটি ৫৫ লাখ

আপডেট সময় ১১:৫২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৪ সালের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছে। এতে দেখা গেছে, এক বছরের ব্যবধানে হঠাৎ করেই বিএনপির আয় বেড়েছে ১৪ কোটি ৫৫ লাখ ১৪ হাজার ৬৯১ টাকা।

আজ রোববার (২৭ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে দলের ২০২৪ সালের আর্থিক হিসাব-নিকাশের প্রতিবেদন জমা দেন।

এসময় রিজভী সাংবাদিকদের বলেন, ২০২৪ সালে বিএনপির মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। একই বছরে ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা।

এর আগে ২০২৩ সালে বিএনপির আয় ছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা এবং ব্যয় ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা। আর ২০২২ সালে দলটি আয় দেখায় ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা এবং ব্যয় করে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।

নতুন হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বিএনপির উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

প্রতিবছর জুলাইয়ের মধ্যে আগের বছরের আর্থিক লেনদেনের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য। দলগুলোর এ হিসাব স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করিয়ে জমা দিতে হয়। নির্বাচন কমিশন এবার আওয়ামী লীগ (যার নিবন্ধন বর্তমানে স্থগিত) বাদে ৫০টি নিবন্ধিত দলকে ৩১ জুলাইয়ের মধ্যে ২০২৪ সালের হিসাব জমা দিতে চিঠি দিয়েছে।

উল্লেখযোগ্যভাবে, আইন অনুযায়ী কোনো দল পরপর তিন বছর আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে তার নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।