২০২৫ এশিয়া কাপ হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) তা সরিয়ে নিয়েছে। ভারতই থাকবে এশিয়া কাপের আয়োজক। তবে টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতে।
সেপ্টেম্বরে বসবে এই আসর। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ৯-২৮ সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এসিসির প্রধান মহসিন নাকভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করেছেন, ‘‘আমি আনন্দের সাথে সংযুক্ত আরব আমিরাতে ২০২৫ সালের এসিসি পুরুষদের এশিয়া কাপের তারিখ নিশ্চিত করছি। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচী শিগগিরিই প্রকাশিত হবে।’’
এশিয়া কাপ হবে আট দলের প্রতিযোগিতা। বাণিজ্যিকভাবে লাভবানের আশায় এবারও ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখতে পারে আয়োজকরা। যেন গ্রুপ পর্বের পর সুপার ফোর এবং পরবর্তীতে ফাইনালেও দেখা হতে পারে দুই দলের।
গত ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর যুদ্ধ পরিস্থিতিতে চলে গিয়েছিল ভারত ও পাকিস্তান। তারপর এবার এশিয়া কাপেই প্রথম মুখোমুখি হবে দুই প্রতিবেশী।
এসিসির পূর্ণ সদস্যভুক্ত পাঁচ দেশ আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ সহযোগী তিন দেশ হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান এবারের প্রতিযোগিতায় অংশ নেবে।
তৃতীয়বারের মতো এশিয়া কাপ হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এর আগে ২০১৬ এবং ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল টুর্নামেন্টটি। প্রথম আসরে ভারত এবং দ্বিতীয় আসরে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল।