ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজার অবস্থা ভয়াবহ, খাবার না পেয়ে মারা যাচ্ছে মানুষ Logo আ. লীগ সমর্থকদের অনতিবিলম্বে ফেসবুকে আনফলো করতে বললেন সোহেল তাজ Logo একজনকে সরিয়ে আরেকজনকে বসানোর জন্য আন্দোলন করিনি Logo জোয়ারে ডুবছে হাতিয়া, অর্ধশতাধিক ঘরবাড়ি সরিয়ে নেওয়া হয়েছে Logo আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া Logo দুর্যোগের পরই উঠে আসে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রশ্ন, কিন্তু উত্তর আসে না Logo গাজাবাসীর প্রতি বিশ্বের নীরবতা, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের Logo ঢাকায় ঢাকাউস-এর আয়োজনে কাউনিয়াবাসীর মিলনমেলা Logo ফেসবুকে প্রেমের পর বিয়ে, দেড় মাস সংসার করে বুঝলেন নববধূ ‘পুরুষ’ Logo নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হলেই নানা ষড়যন্ত্র সামনে আসছে: ড. ইউনূস

এখনও অস্বাভাবিক মাইলস্টোনের পরিবেশ, রোববার ও সোমবার ছুটি ঘোষণা

বিমান দুর্ঘটনার ৪ দিন পার হলেও এখনও অস্বাভাবিক উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ। শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। দুর্ঘটনার রেশ কাটিয়ে উঠতে না পারায় রোববার ও সোমবার (২৭ ও ২৮ জুলাই) শিক্ষাপ্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার (২৬ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের প্রধান ফটকের সামনে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। অনেকে গেটের ফাঁকা অংশ দিয়ে দুর্ঘটনাস্থল দেখতে চেষ্টা করছেন। সকাল থেকেই শিক্ষক ও কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে।

অনেক অভিভাবক এসে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে প্রিন্সিপালসহ দায়িত্বশীল কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি অভিযোগ করেন তারা।

স্কুলের কয়েকজন শিক্ষক জানিয়েছেন, আগামীকাল (রোববার) থেকে উচ্চ মাধ্যমিক ও কলেজ শাখার ক্লাস শুরুর চিন্তাভাবনা থাকলেও শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় আরও দুদিন ছুটি দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল বলেন, “দুর্ঘটনার পর শিক্ষার্থীরা এখনো মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে। সে পর্যন্ত অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে শিক্ষকরা।”

তিনি আরও বলেন, দুর্ঘটনায় নিখোঁজ থাকা পাঁচজনের মরদেহ শনাক্ত করে ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন আর কেউ নিখোঁজ নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজার অবস্থা ভয়াবহ, খাবার না পেয়ে মারা যাচ্ছে মানুষ

এখনও অস্বাভাবিক মাইলস্টোনের পরিবেশ, রোববার ও সোমবার ছুটি ঘোষণা

আপডেট সময় ১১:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনার ৪ দিন পার হলেও এখনও অস্বাভাবিক উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ। শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। দুর্ঘটনার রেশ কাটিয়ে উঠতে না পারায় রোববার ও সোমবার (২৭ ও ২৮ জুলাই) শিক্ষাপ্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার (২৬ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের প্রধান ফটকের সামনে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। অনেকে গেটের ফাঁকা অংশ দিয়ে দুর্ঘটনাস্থল দেখতে চেষ্টা করছেন। সকাল থেকেই শিক্ষক ও কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে।

অনেক অভিভাবক এসে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে প্রিন্সিপালসহ দায়িত্বশীল কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি অভিযোগ করেন তারা।

স্কুলের কয়েকজন শিক্ষক জানিয়েছেন, আগামীকাল (রোববার) থেকে উচ্চ মাধ্যমিক ও কলেজ শাখার ক্লাস শুরুর চিন্তাভাবনা থাকলেও শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় আরও দুদিন ছুটি দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল বলেন, “দুর্ঘটনার পর শিক্ষার্থীরা এখনো মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে। সে পর্যন্ত অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে শিক্ষকরা।”

তিনি আরও বলেন, দুর্ঘটনায় নিখোঁজ থাকা পাঁচজনের মরদেহ শনাক্ত করে ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন আর কেউ নিখোঁজ নেই।