সমকামিতায় জড়িত থাকার অভিযোগে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েটে) সাত শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
তাদের বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।
ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক উৎপল কুমার দাস বলেছেন, গত ১৯ জুলাই মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের দুটি হলে কয়েকজন শিক্ষার্থীকে গেস্টরুমে আটক করে তাদের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ তুলে বিক্ষোভ করে এবং তাদের হল থেকে বহিষ্কারের দাবি জানায় একদল শিক্ষার্থী। পরে তারা উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেয়।
ছাত্রকল্যাণ পরিচালক বলেন-তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং সঠিক তদন্ত ও ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে জরুরি এক সভায় ওই সাত শিক্ষার্থীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্যের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে অধ্যাপক উৎপল কুমার বলেন-‘২২ জুলাই কেএনআই হলের তিন জন এবং এসটি হলের দুই জন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কারের নোটিশ দিয়ে হল থেকে বের করে দেওয়া হয়।
এরপর ২৪ জুলাই একই অভিযোগে কেএনআই হলের একজন এবং বিজয় ২৪ হলের আরেকজন শিক্ষার্থীকে নোটিশ দিয়ে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
ডুয়েটের বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছে, ডুয়েটে সমকামিতা ছড়িয়ে পড়েছে। গত কয়েক মাস ধরে এ তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। মাত্র কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। ডুয়েট হলে এ ধরনের শিক্ষার্থী আরও রয়েছে অভিযোগ করে তাদের হল ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান তারা।
এদিকে এ ঘটনায় ডুয়েটের ইইই বিভাগের অধ্যাপক কাজী রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।