ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া Logo দুর্যোগের পরই উঠে আসে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রশ্ন, কিন্তু উত্তর আসে না Logo গাজাবাসীর প্রতি বিশ্বের নীরবতা, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের Logo ঢাকায় ঢাকাউস-এর আয়োজনে কাউনিয়াবাসীর মিলনমেলা Logo ফেসবুকে প্রেমের পর বিয়ে, দেড় মাস সংসার করে বুঝলেন নববধূ ‘পুরুষ’ Logo নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হলেই নানা ষড়যন্ত্র সামনে আসছে: ড. ইউনূস Logo ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)’–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু Logo জুলাই আন্দোলনের ‘মূলনায়ক’ তারেক রহমান: আমীর খসরু Logo এশিয়া কাপে বাংলাদেশ ‘বি’ গ্রুপে, খেলার সময়সূচি জানুন Logo গাজায় শিশুদের অনাহারে হত্যা করা হচ্ছে

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কার করা হয়েছে : উপাচার্য

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে যুগোপযোগী সংস্কার আনা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর ধানমণ্ডিস্থ ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মবিশ্বাস অর্জন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় উপাচার্য বলেছেন, ‘মানসিক সুস্বাস্থ্য গুণগত শিক্ষার অন্যতম ভিত্তি। মানসিকভাবে সুস্থ শিক্ষার্থীরাই পড়ালেখায় মনোযোগী হতে পারে, নতুন বিষয় আয়ত্ত করতে পারে এবং শেখার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে পারে। তাই গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি জরুরি।’
তিনি বলেন, ‘মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা শিক্ষার্থীদের মনোযোগ ও শেখার আগ্রহ কমিয়ে দেয়, যা শিক্ষা অর্জনের পথকে ব্যাহত করে। উন্নত বিশ্বে শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ও সে পথেই হাঁটছে।’

ড. আমানুল্লাহ আরও জানায়, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সিলেবাসে সময়োপযোগী পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি আইসিটি নির্ভর শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী প্রশিক্ষণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া ইউনিসেফ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এবং এটুআই (a2i) সহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এটি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকতে সাহায্য করবে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, “মানসিকভাবে সুস্থ শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা গড়ে ওঠে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।”

কর্মশালায় বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, রিসোর্স পার্সন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং মাল্টিডিসিপ্লিনারি ট্রেনিং সেন্টারের চাইল্ড সাইকোলজি বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর ড. ফাইজা আহমেদ।

দিনব্যাপী এই কর্মশালার তত্ত্বাবধানে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ড. মালেকা কলেজ এবং মোহাম্মদপুর মহিলা কলেজের ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কার করা হয়েছে : উপাচার্য

আপডেট সময় ১০:২৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে যুগোপযোগী সংস্কার আনা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর ধানমণ্ডিস্থ ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মবিশ্বাস অর্জন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় উপাচার্য বলেছেন, ‘মানসিক সুস্বাস্থ্য গুণগত শিক্ষার অন্যতম ভিত্তি। মানসিকভাবে সুস্থ শিক্ষার্থীরাই পড়ালেখায় মনোযোগী হতে পারে, নতুন বিষয় আয়ত্ত করতে পারে এবং শেখার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে পারে। তাই গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি জরুরি।’
তিনি বলেন, ‘মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা শিক্ষার্থীদের মনোযোগ ও শেখার আগ্রহ কমিয়ে দেয়, যা শিক্ষা অর্জনের পথকে ব্যাহত করে। উন্নত বিশ্বে শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ও সে পথেই হাঁটছে।’

ড. আমানুল্লাহ আরও জানায়, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সিলেবাসে সময়োপযোগী পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি আইসিটি নির্ভর শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী প্রশিক্ষণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া ইউনিসেফ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এবং এটুআই (a2i) সহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এটি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকতে সাহায্য করবে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, “মানসিকভাবে সুস্থ শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা গড়ে ওঠে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।”

কর্মশালায় বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, রিসোর্স পার্সন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং মাল্টিডিসিপ্লিনারি ট্রেনিং সেন্টারের চাইল্ড সাইকোলজি বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর ড. ফাইজা আহমেদ।

দিনব্যাপী এই কর্মশালার তত্ত্বাবধানে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ড. মালেকা কলেজ এবং মোহাম্মদপুর মহিলা কলেজের ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।