ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজকীয় বিদায় সংবর্ধনায় সম্মানিত মুয়াজ্জিন আব্দুল মালেক

ছবি: সংগৃহিত

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত ইউনুস মিয়া জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন আব্দুল মালেককে রাজকীয়ভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

৩২ বছরের বেশি সময় ধরে অত্র মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসা এই মানুষটিকে সম্মান জানাতে সম্প্রতি এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে মসজিদ কমিটি ও স্থানীয় এলাকাবাসী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহাদাত হোসেন এবং সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মজ্জম হোসেন মিয়া। এতে উপস্থিত ছিলেন জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনুস মিয়া জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক জাফর উল্লাহ। তিনি বলেন, “ইমাম-মুয়াজ্জিনরা সাধারণত সরকারি বেতনভুক্ত নন, তাই তাদের প্রতি আমাদের উচিত বিশেষ সম্মান ও অবসর ভাতা প্রদান।”

অন্যদিকে মসজিদের আরেক সাবেক সাধারণ সম্পাদক ডাঃ জসীমউদ্দীন বলেন, “আব্দুল মালেক সাহেব নিষ্ঠার সাথে দীর্ঘ কর্মজীবন সম্পন্ন করেছেন। তিনি ছিলেন এলাকাবাসীর চোখে একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষ।”

অনুষ্ঠান শেষে আব্দুল মালেকের হাতে নগদ অর্থসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয় এবং পরে একটি মাইক্রোবাসে করে সম্মানসহ তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এ রকম সম্মানজনক বিদায় সংবর্ধনা এই এলাকায় প্রথম বলে জানিয়েছেন অনেকেই। অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও অনুকরণীয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১৭ বছর আন্দোলন করেছি বাসস্ট্যান্ড দখলের জন্য নয়: ইশরাক

রাজকীয় বিদায় সংবর্ধনায় সম্মানিত মুয়াজ্জিন আব্দুল মালেক

আপডেট সময় ০৯:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত ইউনুস মিয়া জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন আব্দুল মালেককে রাজকীয়ভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

৩২ বছরের বেশি সময় ধরে অত্র মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসা এই মানুষটিকে সম্মান জানাতে সম্প্রতি এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে মসজিদ কমিটি ও স্থানীয় এলাকাবাসী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহাদাত হোসেন এবং সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মজ্জম হোসেন মিয়া। এতে উপস্থিত ছিলেন জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনুস মিয়া জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক জাফর উল্লাহ। তিনি বলেন, “ইমাম-মুয়াজ্জিনরা সাধারণত সরকারি বেতনভুক্ত নন, তাই তাদের প্রতি আমাদের উচিত বিশেষ সম্মান ও অবসর ভাতা প্রদান।”

অন্যদিকে মসজিদের আরেক সাবেক সাধারণ সম্পাদক ডাঃ জসীমউদ্দীন বলেন, “আব্দুল মালেক সাহেব নিষ্ঠার সাথে দীর্ঘ কর্মজীবন সম্পন্ন করেছেন। তিনি ছিলেন এলাকাবাসীর চোখে একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষ।”

অনুষ্ঠান শেষে আব্দুল মালেকের হাতে নগদ অর্থসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয় এবং পরে একটি মাইক্রোবাসে করে সম্মানসহ তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এ রকম সম্মানজনক বিদায় সংবর্ধনা এই এলাকায় প্রথম বলে জানিয়েছেন অনেকেই। অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও অনুকরণীয়।