ঢাকায় আয়োজিত জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী রংপুর মহানগর জামায়াতের প্রবীণ রুকন শাহ্ আলমের (৬৫) পরিবারের প্রতি সমবেদনা জানাতে ও তার কবর জিয়ারত করতে রংপুর আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, আমীরে জামায়াত ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ (মঙ্গলবার) বিকাল ৩টায় হেলিকপ্টারযোগে রংপুরের মমিনপুর স্কুল মাঠে অবতরণ করবেন। সেখান থেকে তারা শাহ্ আলমের নিজ বাসস্থান মমিনপুর ইউনিয়নের মোক্তার পাড়া গ্রামে যাবেন। সেখানে পৌঁছে তিনি প্রয়াত নেতার কবর জিয়ারত করবেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করবেন।
উল্লেখ্য, গত শনিবার (১৯ জুলাই) ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে যোগ দিতে গিয়ে রংপুর মহানগরীর পেশাজীবী-২ সাংগঠনিক থানার ডিপ্লোমা কৃষিবিদ ফোরামের ওয়ার্ড সভাপতি, প্রবীণ রুকন শাহ্ আলম হৃদরোগে আক্রান্ত হন। সমাবেশে অংশ নেওয়ার এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করলে তাকে দ্রুত কাঁকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা ভয়েস ২৪ /সোভান