ছাত্র-জনতার ঐতিহাসিক ‘জুলাই-আগস্ট আন্দোলন’-এর এক বছর পূর্তি উপলক্ষে ‘ফিরে আসা জুলাই’ শীর্ষক দিনব্যাপী আয়োজন অনুষ্ঠিত হয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে।
শনিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফ উদ্দিন বলেন, “দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ যেন আর অতীতে না ফেরে। আমাদের শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যেন তারা ভবিষ্যতের দেশ গঠনে নেতৃত্ব দিতে পারে।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন বলেন, “জুলাই আমাদের সহনশীলতা শেখায়, নাগরিক দায়িত্ব শেখায়। এই আন্দোলন তরুণদের ভিন্নমতকে সম্মান করতে উদ্বুদ্ধ করেছে।”
অধ্যাপক ড. মুহাম্মদ তারেক আজিজ বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। এটি প্রমাণ করে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে পথ চলা সম্ভব।”
আয়োজনে প্রদর্শিত হয় ‘জুলাই-আগস্ট আন্দোলন’-ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র। আন্দোলনে অংশগ্রহণকারী কিছু শিক্ষার্থী তাঁদের স্মৃতিচারণ ও অভিজ্ঞতা শেয়ার করেন, যা অনুষ্ঠানে উপস্থিত অনেককে আবেগাপ্লুত করে তোলে। শহীদ ও আহতদের স্মরণে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের সার্বিক তত্ত্বাবধানে এবং শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে সম্পন্ন হয় এ আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ এবং গ্রিন বিজনেস স্কুল ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ তারেক আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাউদ্দিন (অব.), প্রোক্টর ড. মেহেদী হাসান, স্টুডেন্ট অ্যাফেয়ার্স পরিচালক ড. মোহাম্মদ দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী।