ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা, চাকসু নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভাবনায় ছাত্রদল Logo জাকসু: ব্যালট বাক্স নেওয়া হচ্ছে প্রশাসনিক ভবনে, নিরাপত্তা জোরদার Logo পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্রদলের নেই: স্বতন্ত্র ভিপি প্রার্থী Logo বরিশালে শিবির ও ছাত্রদলের সংঘর্ষে আহত অন্তত ২৫ জন Logo অবশেষে বিশেষ ফ্লাইটে ঢাকায় জামাল ভূঁইয়ারা Logo নুরের জন্য দোয়া করতে গিয়ে অশ্রুসিক্ত হলেন সাদিক কায়েম Logo জামায়াত নয়, জাকসুর ব্যালট ছাপানোর কোম্পানি বিএনপিপন্থি মালিকের Logo অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিএনপিপন্থি ৩ শিক্ষক Logo জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল সমর্থিত প্যানেল Logo জাকসু নির্বাচন:রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক

বিসিএস-এ উত্তীর্ণ হলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার

তিন হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার। রবিবার দিবাগত রাত ১২টার পর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তিনি। 

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! মহান রাব্বুল আ’লামিন আমাকে ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করেছেন।’

জানা গেছে, ডা. নাঈম তাজওয়ার ইতিপূর্বে ইসলামি ছাত্রশিবির মেডিকেল জোন শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরে তিনি কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রশিবিরের এই কেন্দ্রীয় নেতা ডা. নাঈম তাজওয়ার রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেছেন। পরে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

প্রসঙ্গত, রবিবার (২০ ‍জুলাই) রাত ১১টার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। বিসিএস (স্বাস্থ্য) সহকারি সার্জন উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারি ডেন্টাল সার্জনে ৫১১ জন। এর আগে গত ১৮ জুলাই ঢাকার ২০টি কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১২টায় এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, তিন হাজার চিকিৎসক নিয়োগের জন্য আয়োজিত এ পরীক্ষা অংশ নিতে আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ পরীক্ষার্থী। সে হিসাবে প্রতিটি শূন্য আসনে প্রায় ১৪ প্রার্থীর লড়াই করেছেন।

এ ছাড়া ফলাফল প্রকাশের পর দ্রুত মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছে পিএসসি। প্রতিষ্ঠানটি বলছে, আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে দুই হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

এর আগে গত ২৯ মে ৪৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ১ জুন অনলাইনে আবেদন শুরু হয়ে শেষ হয় ২৫ জুন। এরই মধ্যে ৩ জুন এক বিজ্ঞপ্তিতে ১৮ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা, চাকসু নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভাবনায় ছাত্রদল

বিসিএস-এ উত্তীর্ণ হলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার

আপডেট সময় ০৭:১৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

তিন হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার। রবিবার দিবাগত রাত ১২টার পর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তিনি। 

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! মহান রাব্বুল আ’লামিন আমাকে ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করেছেন।’

জানা গেছে, ডা. নাঈম তাজওয়ার ইতিপূর্বে ইসলামি ছাত্রশিবির মেডিকেল জোন শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরে তিনি কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রশিবিরের এই কেন্দ্রীয় নেতা ডা. নাঈম তাজওয়ার রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেছেন। পরে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

প্রসঙ্গত, রবিবার (২০ ‍জুলাই) রাত ১১টার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। বিসিএস (স্বাস্থ্য) সহকারি সার্জন উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারি ডেন্টাল সার্জনে ৫১১ জন। এর আগে গত ১৮ জুলাই ঢাকার ২০টি কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১২টায় এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, তিন হাজার চিকিৎসক নিয়োগের জন্য আয়োজিত এ পরীক্ষা অংশ নিতে আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ পরীক্ষার্থী। সে হিসাবে প্রতিটি শূন্য আসনে প্রায় ১৪ প্রার্থীর লড়াই করেছেন।

এ ছাড়া ফলাফল প্রকাশের পর দ্রুত মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছে পিএসসি। প্রতিষ্ঠানটি বলছে, আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে দুই হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

এর আগে গত ২৯ মে ৪৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ১ জুন অনলাইনে আবেদন শুরু হয়ে শেষ হয় ২৫ জুন। এরই মধ্যে ৩ জুন এক বিজ্ঞপ্তিতে ১৮ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।