বিবৃতিতে তিনি বলেন, এ শ্রদ্ধাভাজন তিনজন ভাই যে ত্যাগ ও দৃঢ় সংকল্প নিয়ে সমাবেশে অংশ নিতে রওনা হয়েছিলেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি ভাইদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন।
অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে সমাবেশ সার্বিকভাবে সফল করায় দেশবাসী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, গতকাল শনিবার (১৯ জুলাই) ঢাকা মহানগরীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সার্বিকভাবে অত্যন্ত সফল হয়েছে। সমাবেশে যোগদানকারী জাতীয় নেতারা, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, পেশাজীবী, ছাত্র, কৃষক, শ্রমিক, শিক্ষক, ওলামায়ে কেরাম, অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্যরা, আহত জুলাইযোদ্ধারা, দেশের সর্বস্তরের জনতা, ডিএমপি, ট্রাফিক বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ বিভাগ, ঢাকা ওয়াসা, গণপূর্ত বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহর খাস রহমত ও করুনা, সকলের আন্তরিক সাহায্য-সহযোগিতা ও দোয়ার বরকতেই আমাদের পক্ষে এত বড় সমাবেশ সার্বিকভাবে সফল করা সম্ভব হয়েছে। জাতীয় সমাবেশ সফল করার মতো একটি রৌদ্রোজ্জ্বল অনুকূল আবহাওয়া বিরাজ করায় আমরা আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
আমি আশা করি দেশের জনগণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি তাদের সহানুভূতি ও ভালোবাসা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। আমরাও দেশ ও জাতির খেদমত এবং কল্যাণে আমাদের সর্বশক্তি দিয়ে যথাযথ ভূমিকা পালন করে যাব ইনশাআল্লাহ।
বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতারা অসুস্থ আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে দেখতে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে যান। এ সময় তারা আমিরে জামায়াতের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার আশু আরোগ্যের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এছাড়া দেশি বিদেশি অনেক শুভাকাঙ্ক্ষী আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া করেছেন। আমিরে জামায়াত তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।