বয়স ১৪ বছর, গত ১৮ জুলাই বিকেল ৪:৩০ মিনিটে ভাঙ্গুড়া সিএনজি স্ট্যান্ড থেকে পাবনা শহরের দারুসসালাম মাদ্রাসা (পুরাতন বাসবাজার, পাবনা) যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।
তবে, সে পাবনা শহরের টার্মিনাল এলাকায় পৌঁছানোর পর থেকে নিখোঁজ হয়ে যায়। তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
তার পরনে ছিল সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা এবং মাথায় টুপি। সে সুস্থ, শান্ত স্বাভাবিক। মাদ্রাসার সাথে যোগাযোগ করেও কোথাও তার সন্ধান মেলেনি।
যদি কেউ ছেলেটিকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করুন:01765-401379 ,01739-200633