ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নষ্ট খাবার খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ নেতানিয়াহু Logo গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের বিক্ষোভ ও বাইক শোডাউন Logo সোহাগ হত্যার মূল হোতা মহিনের দোষ স্বীকার করে জবানবন্দি Logo পাকিস্তানকে দীর্ঘ ৯ বছর পর টি-টোয়েন্টিতে হারাল বাংলাদেশ Logo ‘স্বাধীনতার পক্ষ বা বিপক্ষকে অস্ত্র বানিয়ে আমরা বিভেদ তৈরি করতে চাই না’-সালাহউদ্দিন Logo টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন Logo হারোনো বিজ্ঞপ্তি :খুজে পাওয়া যাচ্ছে না বাক প্রতিবন্ধী ওবায়দুল্লাহকে Logo বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ: ফয়জুল করীম Logo জাতীয় সমাবেশ সফল করায় জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ Logo ফোন করে জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান

আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে: ডা. এজাজ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে যিনি তারকাখ্যাতি পেয়েছিলেন, তিনি ডা. এজাজুল ইসলাম। চিকিৎসক পরিচয়ের বাইরেও অভিনেতা তিনি। তবে সবচেয়ে বড় পরিচয় তিনি ‘গরিবের ডাক্তার’। এই তকমা যে কেবল একটি উপাধি নয়, বরং তার জীবনের আদর্শ, তা বারবার প্রমাণ করে চলেছেন তিনি নিজেই।

হুমায়ূন আহমেদের সঙ্গে কাজের স্মৃতিচারণ করে আবেগঘন কণ্ঠে ডা. এজাজ বলেন, “নাট্যজগতে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তার শূন্যস্থান কখনো পূরণ হবে না। তিনি যেমন লেখক ছিলেন, তেমনি অসাধারণ পরিচালকও ছিলেন। এখন আর সে মানের নাটক হয় না। দর্শকদের মধ্যেও এখন অনেক পরিবর্তন এসেছে।”

তিনি আরও বলেন, “স্যার ব্যক্তি হিসেবেও ছিলেন অপূর্ব। শুটিং সেটে যেমন, ব্যক্তিগত জীবনেও তেমন মাটির মানুষ।”

অভিনয়ের বাইরে ডা. এজাজ পেশাদার চিকিৎসক। তবে এখানেও তিনি ব্যতিক্রম। নিজের চেম্বারে রোগী দেখার ভিজিট নেন মাত্র ৩০০ টাকা। ডা. এজাজ বলেন, “অনেকে বলেন, আমি কেন ভিজিট বাড়াই না? এমনকি আমার স্টাফরাও বলেন, আমার জুনিয়ররাও বেশি ফি নেয়, আর আমি বিশেষজ্ঞ হয়েও ৩০০ টাকা নিচ্ছি। এতে আমার মানহানি হবে, এমন কথাও শুনি। কিন্তু এসব আমি কানে নেই না। আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে।”

তার মতে, “অপ্রয়োজনীয়ভাবে টাকার পেছনে ছোটা একটা মানসিক ব্যাধি। আমি খেতে পারছি, সন্তানদের পড়াশোনা চালাতে পারছি আল্লাহর রহমতে আমি ভালোই আছি। এর বেশি টাকার দরকারই বা কী?”

জনপ্রিয় সংবাদ

নষ্ট খাবার খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ নেতানিয়াহু

আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে: ডা. এজাজ

আপডেট সময় ০৭:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে যিনি তারকাখ্যাতি পেয়েছিলেন, তিনি ডা. এজাজুল ইসলাম। চিকিৎসক পরিচয়ের বাইরেও অভিনেতা তিনি। তবে সবচেয়ে বড় পরিচয় তিনি ‘গরিবের ডাক্তার’। এই তকমা যে কেবল একটি উপাধি নয়, বরং তার জীবনের আদর্শ, তা বারবার প্রমাণ করে চলেছেন তিনি নিজেই।

হুমায়ূন আহমেদের সঙ্গে কাজের স্মৃতিচারণ করে আবেগঘন কণ্ঠে ডা. এজাজ বলেন, “নাট্যজগতে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তার শূন্যস্থান কখনো পূরণ হবে না। তিনি যেমন লেখক ছিলেন, তেমনি অসাধারণ পরিচালকও ছিলেন। এখন আর সে মানের নাটক হয় না। দর্শকদের মধ্যেও এখন অনেক পরিবর্তন এসেছে।”

তিনি আরও বলেন, “স্যার ব্যক্তি হিসেবেও ছিলেন অপূর্ব। শুটিং সেটে যেমন, ব্যক্তিগত জীবনেও তেমন মাটির মানুষ।”

অভিনয়ের বাইরে ডা. এজাজ পেশাদার চিকিৎসক। তবে এখানেও তিনি ব্যতিক্রম। নিজের চেম্বারে রোগী দেখার ভিজিট নেন মাত্র ৩০০ টাকা। ডা. এজাজ বলেন, “অনেকে বলেন, আমি কেন ভিজিট বাড়াই না? এমনকি আমার স্টাফরাও বলেন, আমার জুনিয়ররাও বেশি ফি নেয়, আর আমি বিশেষজ্ঞ হয়েও ৩০০ টাকা নিচ্ছি। এতে আমার মানহানি হবে, এমন কথাও শুনি। কিন্তু এসব আমি কানে নেই না। আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে।”

তার মতে, “অপ্রয়োজনীয়ভাবে টাকার পেছনে ছোটা একটা মানসিক ব্যাধি। আমি খেতে পারছি, সন্তানদের পড়াশোনা চালাতে পারছি আল্লাহর রহমতে আমি ভালোই আছি। এর বেশি টাকার দরকারই বা কী?”