ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রশিবির সরকারি বাঙলা কলেজের সভাপতি- আবির ও সেক্রেটারি- সাকিব

  • খালিদ নুর
  • আপডেট সময় ১২:২৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 75

সরকারি বাঙলা কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বাকি সময়ের (ষান্মাসিক) জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক সভায় নতুন নেতৃত্বের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে আবির মাহমুদ সোহাগ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সাইফুর রহমান সাকিব।

সভাপতি আবির মাহমুদ সোহাগ সরকারি বাঙলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি ছাত্রজীবনে সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল পদে নিষ্ঠার সাথে কাজ করেছেন। অন্যদিকে, সেক্রেটারি সাইফুর রহমান সাকিব রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের ছাত্র এবং তিনি কলেজ শাখার বিভিন্ন স্তরে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছিলেন।

নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি তাদের দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় বলেন, “আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যকে সামনে রেখে আদর্শিক ছাত্ররাজনীতি চর্চা, ক্যাম্পাসে গঠনমূলক শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নেতৃত্ব তৈরি করাই আমাদের প্রধান অঙ্গীকার।”

এ সময় কলেজ শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও প্রাসঙ্গিক করে তুলতে তাদের সহযোগিতার আশ্বাস দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ছাত্রশিবির সরকারি বাঙলা কলেজের সভাপতি- আবির ও সেক্রেটারি- সাকিব

আপডেট সময় ১২:২৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

সরকারি বাঙলা কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বাকি সময়ের (ষান্মাসিক) জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক সভায় নতুন নেতৃত্বের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে আবির মাহমুদ সোহাগ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সাইফুর রহমান সাকিব।

সভাপতি আবির মাহমুদ সোহাগ সরকারি বাঙলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি ছাত্রজীবনে সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল পদে নিষ্ঠার সাথে কাজ করেছেন। অন্যদিকে, সেক্রেটারি সাইফুর রহমান সাকিব রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের ছাত্র এবং তিনি কলেজ শাখার বিভিন্ন স্তরে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছিলেন।

নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি তাদের দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় বলেন, “আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যকে সামনে রেখে আদর্শিক ছাত্ররাজনীতি চর্চা, ক্যাম্পাসে গঠনমূলক শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নেতৃত্ব তৈরি করাই আমাদের প্রধান অঙ্গীকার।”

এ সময় কলেজ শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও প্রাসঙ্গিক করে তুলতে তাদের সহযোগিতার আশ্বাস দেন।