ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী বাকশালীদের বাংলাদেশে রাজনীতি করতে দেব না: পিনাকী ভট্টাচার্য

আওয়ামী বাকশালীদের বাংলাদেশে রাজনীতি করতে দেব না: পিনাকী ভট্টাচার্য

জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য বলেছেন, আমরা সবাই মিলে যেভাবে প্রগ্রাম করব দেশ সেভাবেই চলবে। দেশ কোনো প্রাণী নয়, কোনো সব প্রাণসত্তা না। বাংলাদেশে আমরা কখনো আওয়ামী বাকশালীদের রাজনীতি করতে দেব না। এভাবেই বিপ্লবের পরে নতুন দেশ, নতুন সমাজ, নতুন রাষ্ট্র নির্মিত হয়।

বুধবার (১৬ জুলাই) সংবাদমাধ্যম বাংলা এডিশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সারা বাংলাদেশ এক প্রাণ হয়ে আমরা ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনকে ছুড়ে ফেলে দিতে সক্ষম হলাম। আমি বিপ্লবের সময় থেকেই বলতাম, যে দিন খোদাতালার রহম হবে, সে দিন আমরা হাসিনাকে উৎখাত করতে পারব। খোদাতালা রহম করেছিলেন, হাসিনাকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি।

আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি। যে নতুন বাংলাদেশ গড়ার সময় আমাদের মনে অনেক দ্বিধা, ভয় আমাদের নিজেদের মধ্যে অনেক অনৈক্য।’

তিনি আরো বলেন, ‘অনেকে আমাকে জিজ্ঞেস করে, বাংলাদেশ কি ঠিক রাস্তায় যাচ্ছে? এ রকম তো হওয়ার কথা ছিল না। আমি সবাইকে আশ্বস্ত করি যে, বিপ্লবের পরে এ ধরনের ঘটনা খুবই স্বাভাবিক এবং এভাবেই বিপ্লবের পরে নতুন দেশ, নতুন সমাজ, নতুন রাষ্ট্র নির্মিত হয়।

জনপ্রিয় এ অ্যাক্টিভিস্ট বলেন, ‘দেশ কোনো প্রাণী নয়, কোনো সব প্রাণসত্তা না। দেশ মানুষকে দিয়ে তৈরি। এটা কম্পিউটারের মতো কম্পিউটারকে যেমন প্রগ্রাম করতে হয়, কাউকে চালাতে হয় কাউকে কী-বোর্ডে কিছু লিখতে হয়। দেশটাও ঠিক সে রকম। এই দেশে আমরা সবাই মিলে যেভাবে প্রগ্রাম করব, দেশ সেভাবেই চলবে।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী বাকশালীদের বাংলাদেশে রাজনীতি করতে দেব না: পিনাকী ভট্টাচার্য

আপডেট সময় ১১:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য বলেছেন, আমরা সবাই মিলে যেভাবে প্রগ্রাম করব দেশ সেভাবেই চলবে। দেশ কোনো প্রাণী নয়, কোনো সব প্রাণসত্তা না। বাংলাদেশে আমরা কখনো আওয়ামী বাকশালীদের রাজনীতি করতে দেব না। এভাবেই বিপ্লবের পরে নতুন দেশ, নতুন সমাজ, নতুন রাষ্ট্র নির্মিত হয়।

বুধবার (১৬ জুলাই) সংবাদমাধ্যম বাংলা এডিশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সারা বাংলাদেশ এক প্রাণ হয়ে আমরা ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনকে ছুড়ে ফেলে দিতে সক্ষম হলাম। আমি বিপ্লবের সময় থেকেই বলতাম, যে দিন খোদাতালার রহম হবে, সে দিন আমরা হাসিনাকে উৎখাত করতে পারব। খোদাতালা রহম করেছিলেন, হাসিনাকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি।

আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি। যে নতুন বাংলাদেশ গড়ার সময় আমাদের মনে অনেক দ্বিধা, ভয় আমাদের নিজেদের মধ্যে অনেক অনৈক্য।’

তিনি আরো বলেন, ‘অনেকে আমাকে জিজ্ঞেস করে, বাংলাদেশ কি ঠিক রাস্তায় যাচ্ছে? এ রকম তো হওয়ার কথা ছিল না। আমি সবাইকে আশ্বস্ত করি যে, বিপ্লবের পরে এ ধরনের ঘটনা খুবই স্বাভাবিক এবং এভাবেই বিপ্লবের পরে নতুন দেশ, নতুন সমাজ, নতুন রাষ্ট্র নির্মিত হয়।

জনপ্রিয় এ অ্যাক্টিভিস্ট বলেন, ‘দেশ কোনো প্রাণী নয়, কোনো সব প্রাণসত্তা না। দেশ মানুষকে দিয়ে তৈরি। এটা কম্পিউটারের মতো কম্পিউটারকে যেমন প্রগ্রাম করতে হয়, কাউকে চালাতে হয় কাউকে কী-বোর্ডে কিছু লিখতে হয়। দেশটাও ঠিক সে রকম। এই দেশে আমরা সবাই মিলে যেভাবে প্রগ্রাম করব, দেশ সেভাবেই চলবে।