ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় সড়ক অবরোধ করে ছাত্র জনতা ও এনসিপির বিক্ষোভ

সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হামলার প্রতিবাদে সারাদেশে ব্লকেড কর্মসূচি হিসাবে নওগাঁতে বৈষম্য বিরোধী ছাত্ররা পালন করেন। ১৬ জুলাই (বুধবার) বিকাল ৫ টা ৩০ মিনিট থেকে দীর্ঘ একঘন্টা নওগাঁ কাজীর মোড়ে এই কর্মসুচি পালন করেন৷

‎এই সময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা সোহাগ হাসান ও বৈষম্য বিরোধী ছাত্রনেতা তানজিম বিনবারী, আরমান হোসেন, সাদমান সাকিব,ফজলে রাব্বি, রাজন সহ বিভিন্ন ছাত্রজনতারা।

‎‎কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদার, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, আপোষ না সংগ্রাম সংগ্রাম, মুজিববাদ মুজিববাদ – মুরদাবাদ মুরদাবাদ, মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবেনা, আওয়ামীলীগের ঠিকানা এই বাংলায় হবেনা, সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

‎এসময় এনসিপি নেতা সোহাগ বলেন, সারাদেশে ব্লকেড কর্মসূচি অংশহিসাবে নওগাঁতে পালন করেছি এবং গোপালগঞ্জে হামলাকারী অচিরেই বিচারের আওতায় আনতে হবে তা না হলে নওগাঁর ছাত্রজনতাদের সাথে নিয়ে লং মার্চচের অগ্রগামি হবো।

‎বৈষম্যবিরোধি অন্যতম নেতা তানজিম তৈয়ববারী বলেন, আমাদের উপর থেকে নিদেশনা না আসা পযন্ত আমাদের এই ব্লকেড কর্মসূচি পালন করে যাবো।

‎আন্দোলন কারী আরমান হোসেন বলেন, বাঙালি জাতি কখনো ঘুমিয়ে যায় না, তারা তাদের অস্তিত্ব রক্ষার্থে বারবার মাঠে নেমেছে এ আন্দোলন থেকে আমরা জানান দিতে চাই খুনি আওয়ামী লীগ সন্ত্রাসীদের এ বাংলায় জায়গা দেবে না। যতক্ষণ না তাদেরকে উৎখাত করতে পেরেছি ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

‎কাজীর মোড় থেকে একটি রালি বের করে নওগাঁ সদর মডেল থানায় গিয়ে অবস্থান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় সড়ক অবরোধ করে ছাত্র জনতা ও এনসিপির বিক্ষোভ

আপডেট সময় ০৮:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হামলার প্রতিবাদে সারাদেশে ব্লকেড কর্মসূচি হিসাবে নওগাঁতে বৈষম্য বিরোধী ছাত্ররা পালন করেন। ১৬ জুলাই (বুধবার) বিকাল ৫ টা ৩০ মিনিট থেকে দীর্ঘ একঘন্টা নওগাঁ কাজীর মোড়ে এই কর্মসুচি পালন করেন৷

‎এই সময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা সোহাগ হাসান ও বৈষম্য বিরোধী ছাত্রনেতা তানজিম বিনবারী, আরমান হোসেন, সাদমান সাকিব,ফজলে রাব্বি, রাজন সহ বিভিন্ন ছাত্রজনতারা।

‎‎কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদার, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, আপোষ না সংগ্রাম সংগ্রাম, মুজিববাদ মুজিববাদ – মুরদাবাদ মুরদাবাদ, মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবেনা, আওয়ামীলীগের ঠিকানা এই বাংলায় হবেনা, সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

‎এসময় এনসিপি নেতা সোহাগ বলেন, সারাদেশে ব্লকেড কর্মসূচি অংশহিসাবে নওগাঁতে পালন করেছি এবং গোপালগঞ্জে হামলাকারী অচিরেই বিচারের আওতায় আনতে হবে তা না হলে নওগাঁর ছাত্রজনতাদের সাথে নিয়ে লং মার্চচের অগ্রগামি হবো।

‎বৈষম্যবিরোধি অন্যতম নেতা তানজিম তৈয়ববারী বলেন, আমাদের উপর থেকে নিদেশনা না আসা পযন্ত আমাদের এই ব্লকেড কর্মসূচি পালন করে যাবো।

‎আন্দোলন কারী আরমান হোসেন বলেন, বাঙালি জাতি কখনো ঘুমিয়ে যায় না, তারা তাদের অস্তিত্ব রক্ষার্থে বারবার মাঠে নেমেছে এ আন্দোলন থেকে আমরা জানান দিতে চাই খুনি আওয়ামী লীগ সন্ত্রাসীদের এ বাংলায় জায়গা দেবে না। যতক্ষণ না তাদেরকে উৎখাত করতে পেরেছি ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

‎কাজীর মোড় থেকে একটি রালি বের করে নওগাঁ সদর মডেল থানায় গিয়ে অবস্থান করেন।