ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লক্ষ্মীপুরে আওয়ামী লীগের মিছিল, জনতার ধাওয়া Logo এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলা করেছিলো আওয়ামী লীগ: নাহিদ Logo ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ২য় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত Logo টিভিতে যে খেলা দেখবেন আজ Logo ব্রাহ্মণবাড়িয়ার ছিনতাইকারীর ভিডিওকে গোপালগঞ্জের বলে পোস্ট করলেন জয় Logo ছাত্রশিবির সরকারি বাঙলা কলেজের সভাপতি- আবির ও সেক্রেটারি- সাকিব Logo গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে আগামীকাল জামায়াতের বিক্ষোভ Logo আওয়ামী বাকশালীদের বাংলাদেশে রাজনীতি করতে দেব না: পিনাকী ভট্টাচার্য Logo লঙ্কানদের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ Logo গোপালগঞ্জ জেলায় আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আট দিন রিমান্ডে

পৃথক দুটি হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার (১৬ জুলাই) সকালে এই আদেশ দেন।

এ ছাড়া পৃথক দুটি হত্যা মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আদালত- সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যাত্রাবাড়ী থানায় দায়ের করা রাসেল হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে সাত দিন রিমান্ডে চেয়ে আবেদন করে পুলিশ। তাঁর আইনজীবী ফারজানা ইয়াসমিন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জাহাঙ্গীর আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা রিটন উদ্দিন হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জাহাঙ্গীর আলমের তিন দিনের মঞ্জুর করেন।

এর আগে আজ সকাল আটটার দিকে কারাগার থেকে জাহাঙ্গীর আলম ও কাজী মনিরুল হককে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল ১০টার পর তাঁদের আদালতকক্ষে তোলা হয়। শুনানি শেষ হলে আবার তাঁদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। গত বছরের ১ অক্টোবর জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হন। অন্যদিকে কাজী মনিরুল হক গত ২১ এপ্রিল গ্রেপ্তার হন।

ঢাকা ভয়েস ২৪/সোভান

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের মিছিল, জনতার ধাওয়া

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আট দিন রিমান্ডে

আপডেট সময় ০২:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

পৃথক দুটি হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার (১৬ জুলাই) সকালে এই আদেশ দেন।

এ ছাড়া পৃথক দুটি হত্যা মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আদালত- সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যাত্রাবাড়ী থানায় দায়ের করা রাসেল হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে সাত দিন রিমান্ডে চেয়ে আবেদন করে পুলিশ। তাঁর আইনজীবী ফারজানা ইয়াসমিন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জাহাঙ্গীর আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা রিটন উদ্দিন হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জাহাঙ্গীর আলমের তিন দিনের মঞ্জুর করেন।

এর আগে আজ সকাল আটটার দিকে কারাগার থেকে জাহাঙ্গীর আলম ও কাজী মনিরুল হককে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল ১০টার পর তাঁদের আদালতকক্ষে তোলা হয়। শুনানি শেষ হলে আবার তাঁদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। গত বছরের ১ অক্টোবর জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হন। অন্যদিকে কাজী মনিরুল হক গত ২১ এপ্রিল গ্রেপ্তার হন।

ঢাকা ভয়েস ২৪/সোভান