লক্ষ্মীপুর-জকসিন সড়ক ভাঙা-চোরায় ভরা। দীর্ঘদিন ধরে এই সড়ক সংস্কার করার কোনো উদ্দ্যোগ না নেওয়ার কারনে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ঐ এলাকার স্থানীয় জনগন আজ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌঁশলীর গায়েবানা জানাজা পড়েছেন।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০:৩০ মিনিটে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী সওজ অফিসের সামনে ঘণ্টাব্যাপী এই ব্যতিক্রমী কর্মসূচি হয়। এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সি সি এসের প্রধান সমন্বয়ক মু. আবুল হাসান সোহেল, ছাত্রনেতা মু. সারোয়ার, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্য সচিব মু. শাহেদুর রহমান রাফি, মুখ্যপাত্র বাইজিদ হোসাইন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল।
বক্তারা বলেন, লক্ষ্মীপুর থেকে জকসিন পর্যন্ত সড়কটি বছরের পর বছর খানা-খন্দ আর ভাঙা-চোরায় ভরা। যানবাহন ও পথচারীদের জন্য এটি এখন পরিণত মরণফাঁদ। আমরা বহুবার সওজ অফিসে গিয়েছি, লিখিত দিয়েছি। নির্বাহী প্রকৌঁশলী কোনো কার্যকর উদ্যোগ নেননি। মনে হচ্ছে তিনি দায়িত্বে নেই নাকি মারা গেছেন? তাই আজ তাঁর গায়েবানা জানাজা পড়তে হলো। অতিসত্বর সড়ক সংস্কার না হলে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন।
এ বিষয়ে জানতে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের কার্যালয়ে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁকে ফোনেও পাওয়া যায়নি।