ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খালেদা জিয়াকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে কমিশন Logo বিএনপি নেতার অনুসারীদের হামলায় আহত যুবদল নেতা Logo রাকসুর ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন: পর্যবেক্ষণ দল Logo জুলাই আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিলো না: আসিফ মাহমুদ Logo শিক্ষার্থীদের যোগ্যতা ও নৈতিকতা বিকাশে আলিয়া মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ড. হেদায়াত উল্লাহ Logo চাকসু নির্বাচনের পর পদ হারালেন চবি ছাত্রদলের ৪ নেতা Logo দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে: জামায়াত আমির Logo বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী: সালাউদ্দিন আহমদ Logo ‘সেলিম ভূঁইয়াকে অব্যাহতি না দিলে নির্বাচনে ৬ লাখ শিক্ষক পরিবার বিএনপিকে জবাব দেবে’ Logo চার ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম ইপিজেডে লাগা আগুন

বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

প্রথম ম্যাচে হেরে সিরিজ হারের  শঙ্কা কাটিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানের বিশাল বড় জয় পেয়েছে টাইগাররা। দাপুটে এই জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফেরাল লিটন দাসের দল। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী বুধবার (১৬) মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচ।

রোববার (১৩ জুলাই) ডাম্বুলার রংগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৭ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে ৯৪ রানে অলআউট শ্রীলঙ্কা।

রান তাড়ায় শুরুতে রান আউটের ধাক্কার পর শরিফুল জোড়া ধাক্কা দেন লঙ্কান শিবিরে। কুশল মেন্ডিস (৮) শামিমের থ্রোয়ে রানআউটে কাটা পড়েন। এরপর কুশল পেরেরা (০), আভিস্কা ফার্নান্দোকে (২) দ্রুত বিদায় করেন শরিফুল। এরপর অধিনায়ক চারিথা আশালাঙ্কাকে (৫) ফেরান সাইফউদ্দিন।

এরপর ওপেনার পাথুম নিশাঙ্কা ২৯ বলে ৩২ রান করে আউট হন। দাশুন শানাকা ২০ রান করে ফিরেছেন।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ রানে ২ উইকেট হারায়। সেখান থেকে লিটন দাস ও তাওহীদ হৃদয় ৬৯ রানের জুটি গড়েন। হৃদয় ২৫ বলে দুই চার ও এক ছক্কায় ৩১ রান করে ফিরে যান। তবে ১৩ ইনিংস পর এই সংস্করণে ফিফটি পাওয়া লিটন ৫০ বলে ১ চার ও ৫ ছক্কায় ৭৬ রান করেন।

লোয়ার অর্ডারে শামীম পাটোয়ারি ফিফটি ছোঁয়া ইনিংস খেলেন। ২৭ বলে ৪৮ করে রান আউট হন। পাঁচটি ছক্কা ও দুটি চার আসে তার ব্যাট থেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে কমিশন

বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আপডেট সময় ০৮:১৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

প্রথম ম্যাচে হেরে সিরিজ হারের  শঙ্কা কাটিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানের বিশাল বড় জয় পেয়েছে টাইগাররা। দাপুটে এই জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফেরাল লিটন দাসের দল। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী বুধবার (১৬) মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচ।

রোববার (১৩ জুলাই) ডাম্বুলার রংগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৭ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে ৯৪ রানে অলআউট শ্রীলঙ্কা।

রান তাড়ায় শুরুতে রান আউটের ধাক্কার পর শরিফুল জোড়া ধাক্কা দেন লঙ্কান শিবিরে। কুশল মেন্ডিস (৮) শামিমের থ্রোয়ে রানআউটে কাটা পড়েন। এরপর কুশল পেরেরা (০), আভিস্কা ফার্নান্দোকে (২) দ্রুত বিদায় করেন শরিফুল। এরপর অধিনায়ক চারিথা আশালাঙ্কাকে (৫) ফেরান সাইফউদ্দিন।

এরপর ওপেনার পাথুম নিশাঙ্কা ২৯ বলে ৩২ রান করে আউট হন। দাশুন শানাকা ২০ রান করে ফিরেছেন।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ রানে ২ উইকেট হারায়। সেখান থেকে লিটন দাস ও তাওহীদ হৃদয় ৬৯ রানের জুটি গড়েন। হৃদয় ২৫ বলে দুই চার ও এক ছক্কায় ৩১ রান করে ফিরে যান। তবে ১৩ ইনিংস পর এই সংস্করণে ফিফটি পাওয়া লিটন ৫০ বলে ১ চার ও ৫ ছক্কায় ৭৬ রান করেন।

লোয়ার অর্ডারে শামীম পাটোয়ারি ফিফটি ছোঁয়া ইনিংস খেলেন। ২৭ বলে ৪৮ করে রান আউট হন। পাঁচটি ছক্কা ও দুটি চার আসে তার ব্যাট থেকে।