ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অনলাইন ‘ক্যাসিনো ডন’ সেলিম প্রধানসহ ৯ জন গ্রেফতার Logo দেশবাসীর কাছে দোয়া চাইলেন কাদের সিদ্দিকী Logo লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে সাবল দিয়ে পিটিয়ে হত্যা Logo দেশ রক্ষার ক্ষমতা শুধু বিএনপির আছে : শামসুজ্জামান দুদু Logo ডাকসুতে শিবির বিজয়ী হলে এবার ক্যান্টিনে ফ্রি খাওয়ানোর ঘোষণা বনি আমিনের Logo ৫০ হাজার টাকা চাঁদা চেয়ে ‘ভাইরাল’ সেই মিজানের হোটেল ভাঙচুর Logo ফ্যাসিবাদ পতনে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছেন ড. ইউনূস ও জামায়াত Logo পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক Logo দেশে আর গলাবাজি, টেন্ডারবাজির ও দুর্নীতি রাজনীতি চলবে না : মোহাম্মদ সেলিম উদ্দিন Logo জামায়াত নেতার বক্তব্য প্রত্যাখ্যান করে চবি ছাত্রশিবিরের বিবৃতি

চাঁদাবাজির ভিডিও করতে গিয়ে টঙ্গীতে সাংবাদিক লাঞ্ছিত

সড়ক পরিবহনে চাঁদাবাজির দৃশ্য ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কালের কণ্ঠের সিনিয়র মাল্টিমিডিয়া প্রতিবেদক মো. আল আমিন। শনিবার দুপুরে টঙ্গী স্টেশন রোড এলাকায় চাঁদাবাজদের হাতে তিনি শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হন।

ভুক্তভোগী সাংবাদিক আল আমিন জানান, বাসা থেকে ঢাকায় ফেরার পথে টঙ্গী স্টেশন রোডে একটি সিএনজি অটোরিকশা থেকে চাঁদা আদায়ের দৃশ্য দেখতে পান তিনি। পেশাগত দায়িত্ববোধ থেকে ঘটনাটি মোবাইল ক্যামেরায় ধারণ করতে গেলে একপর্যায়ে কয়েকজন চাঁদাবাজ তার ওপর হামলা চালায়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ভিডিও ডিলিট করতে হুমকি দেয়। স্থানীয়দের হস্তক্ষেপে তিনি ঘটনাস্থল থেকে রক্ষা পান।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর কিছুদিন চাঁদাবাজি বন্ধ থাকলেও সম্প্রতি তা আবার শুরু হয়েছে। টঙ্গী স্টেশন রোডসহ আশপাশের বিভিন্ন বাস ও সিএনজি স্ট্যান্ডে নিয়মিত চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ তাদের। তারা দাবি করেন, একটি সংঘবদ্ধ চক্র স্থানীয় বিএনপির এক প্রভাবশালী নেতার আশ্রয়-প্রশ্রয়ে এই চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। ইতোমধ্যে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সাংবাদিক আল আমিনের ওপর হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁরা এই ঘটনার দ্রুত বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অনলাইন ‘ক্যাসিনো ডন’ সেলিম প্রধানসহ ৯ জন গ্রেফতার

চাঁদাবাজির ভিডিও করতে গিয়ে টঙ্গীতে সাংবাদিক লাঞ্ছিত

আপডেট সময় ০৯:২২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

সড়ক পরিবহনে চাঁদাবাজির দৃশ্য ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কালের কণ্ঠের সিনিয়র মাল্টিমিডিয়া প্রতিবেদক মো. আল আমিন। শনিবার দুপুরে টঙ্গী স্টেশন রোড এলাকায় চাঁদাবাজদের হাতে তিনি শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হন।

ভুক্তভোগী সাংবাদিক আল আমিন জানান, বাসা থেকে ঢাকায় ফেরার পথে টঙ্গী স্টেশন রোডে একটি সিএনজি অটোরিকশা থেকে চাঁদা আদায়ের দৃশ্য দেখতে পান তিনি। পেশাগত দায়িত্ববোধ থেকে ঘটনাটি মোবাইল ক্যামেরায় ধারণ করতে গেলে একপর্যায়ে কয়েকজন চাঁদাবাজ তার ওপর হামলা চালায়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ভিডিও ডিলিট করতে হুমকি দেয়। স্থানীয়দের হস্তক্ষেপে তিনি ঘটনাস্থল থেকে রক্ষা পান।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর কিছুদিন চাঁদাবাজি বন্ধ থাকলেও সম্প্রতি তা আবার শুরু হয়েছে। টঙ্গী স্টেশন রোডসহ আশপাশের বিভিন্ন বাস ও সিএনজি স্ট্যান্ডে নিয়মিত চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ তাদের। তারা দাবি করেন, একটি সংঘবদ্ধ চক্র স্থানীয় বিএনপির এক প্রভাবশালী নেতার আশ্রয়-প্রশ্রয়ে এই চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। ইতোমধ্যে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সাংবাদিক আল আমিনের ওপর হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁরা এই ঘটনার দ্রুত বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।