ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা Logo ভিক্টোরিয়া অধ্যক্ষের টালবাহান বছরেও হয়নি তামিম নির্যাতনের বিচার Logo সোহাগ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Logo প্রবাসীর স্ত্রীর ঘরে বিএনপি নেতা, গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা Logo ঢাকায় এলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট Logo দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল Logo ‘৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে অস্ত্র নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি Logo এবার মৌলভীবাজারে আরেক ছাত্রদল নেতার পদত্যাগ Logo পক্ষে ও বিপক্ষের সবাই ছাত্রদলের কাছে নিরাপদ: রাবি ছাত্রদলের আহ্বায়ক Logo নোয়াখালী জার্নালিস্ট ফোরাম ঢাকার উদ্যোগে দেশীয় ফল উৎসব

পক্ষে ও বিপক্ষের সবাই ছাত্রদলের কাছে নিরাপদ: রাবি ছাত্রদলের আহ্বায়ক

পক্ষে ও বিপক্ষের সবাই ছাত্রদলের কাছে নিরাপদ: রাবি ছাত্রদল আহ্বায়ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী বলেন, ‘আমাদের পক্ষে ও বিপক্ষে যারা আছেন, তারা সবাই আমাদের কাছে নিরাপদ।’

সম্প্রতি ঢাকা ও খুলনার খুনের ঘটনায় জড়িত অপরাধীদের শাস্তির দাবিতে শনিবার (১২ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত অনৈতিক কাজ হয়েছে যেগুলো করেছে একটি নির্দিষ্ট গুপ্ত সংগঠন। তাদের বিচারের আওতায় নিয়ে আসতে না পারায় প্রশাসনকে ধিক্কার জানাই। গণহত্যাকারী, রাজাকার বাহিনী একটি দল আজ সরব হয়েছে। আকাশে বাতাসে আজ ষড়যন্ত্রের গন্ধ পাই। আপনারা সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন। খুলনায় যুবদল নেতাকে হত্যার পর তারা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর মতো পায়ের রগ কেটে চিহ্ন রেখে গিয়েছে যে, তারাই এই হত্যাকাণ্ড চালিয়েছে। ঢাকার চকবাজারে ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে ঘটা হত্যাকান্ডকে খুনীরা চাঁদাবাজি চাঁদাবাজি বলে চিৎকার করছে।

রাহী বলেন, বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে যারা পিছন থেকে চাকু মেরে ইতিহাসে নায়ক হতে চায়। আমরা বলতে চাই পিছন থেকে ছুরি মেরে ইতিহাসে নায়ক হওয়া যায়না, ইতিহাসের মহামানব হওয়া যায় না। যদি লড়াই করতে চান তাহলে সামনে এসে লড়াই করুন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমরা আর কোনো অস্ত্রের রাজনীতি সহ্য করবো না। আজকে ৭১ এর গণহত্যাকারী ও ২৪ এর গণহত্যাকারীরা আঁতাত করেছে। তারা পাকিস্তান ও রয়ের টাকা খেয়ে এই বাংলাদেশে অপরাজনীতি শুরু করেছে।

সমাবেশে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের ফেইসবুক গ্রুপে দেখলাম, কিছু জারজ সন্তানের আইডি, যেইগুলোর কোন নাম পরিচয় নেই, তারা তারেক রহমানকে নিয়ে খুবই কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। যেগুলো ফেক আইডি, তারা আদও বিশ্ববিদ্যালয় ছাত্র কিনা সেগুলো নিয়ে আমি সন্দেহ পোষণ করি। এমন কুরুচিপূর্ণ বক্তব্যকে সাধারণ শিক্ষার্থীরা বয়কট করবে।

তিনি আরও বলেন, আমরা এখানে আগে সাম্য হত্যার প্রতিবাদে দাঁড়িয়েছিলাম। সাম্য হত্যার বিচারকে আমরা পেয়েছি? বর্তমান সরকার কী এমন নিরাপত্তা দিল, যার জন্য আমাদের এখনে আবার দাঁড়াতে হলো। আমরা লক্ষ্য করছি, পাঁচই আগস্টের পরে এক ফ্যাসিস্ট চলে গেছে, আরেক ফ্যাসিস্ট এখনো রয়ে গেছে।

সমাবেশ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১১জুলাই) দুপুরে খুলনার দৌলতপুরে যুবদলের বহিষ্কৃত সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এবং গত বুধবার (৯জুলাই) রাজধানীর মিডফোর্ডে যুবদল নেতা কর্তৃক চাঁদা না দেওয়ায় সোহাগ নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়।#

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা

পক্ষে ও বিপক্ষের সবাই ছাত্রদলের কাছে নিরাপদ: রাবি ছাত্রদলের আহ্বায়ক

আপডেট সময় ০৯:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী বলেন, ‘আমাদের পক্ষে ও বিপক্ষে যারা আছেন, তারা সবাই আমাদের কাছে নিরাপদ।’

সম্প্রতি ঢাকা ও খুলনার খুনের ঘটনায় জড়িত অপরাধীদের শাস্তির দাবিতে শনিবার (১২ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত অনৈতিক কাজ হয়েছে যেগুলো করেছে একটি নির্দিষ্ট গুপ্ত সংগঠন। তাদের বিচারের আওতায় নিয়ে আসতে না পারায় প্রশাসনকে ধিক্কার জানাই। গণহত্যাকারী, রাজাকার বাহিনী একটি দল আজ সরব হয়েছে। আকাশে বাতাসে আজ ষড়যন্ত্রের গন্ধ পাই। আপনারা সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন। খুলনায় যুবদল নেতাকে হত্যার পর তারা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর মতো পায়ের রগ কেটে চিহ্ন রেখে গিয়েছে যে, তারাই এই হত্যাকাণ্ড চালিয়েছে। ঢাকার চকবাজারে ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে ঘটা হত্যাকান্ডকে খুনীরা চাঁদাবাজি চাঁদাবাজি বলে চিৎকার করছে।

রাহী বলেন, বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে যারা পিছন থেকে চাকু মেরে ইতিহাসে নায়ক হতে চায়। আমরা বলতে চাই পিছন থেকে ছুরি মেরে ইতিহাসে নায়ক হওয়া যায়না, ইতিহাসের মহামানব হওয়া যায় না। যদি লড়াই করতে চান তাহলে সামনে এসে লড়াই করুন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমরা আর কোনো অস্ত্রের রাজনীতি সহ্য করবো না। আজকে ৭১ এর গণহত্যাকারী ও ২৪ এর গণহত্যাকারীরা আঁতাত করেছে। তারা পাকিস্তান ও রয়ের টাকা খেয়ে এই বাংলাদেশে অপরাজনীতি শুরু করেছে।

সমাবেশে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের ফেইসবুক গ্রুপে দেখলাম, কিছু জারজ সন্তানের আইডি, যেইগুলোর কোন নাম পরিচয় নেই, তারা তারেক রহমানকে নিয়ে খুবই কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। যেগুলো ফেক আইডি, তারা আদও বিশ্ববিদ্যালয় ছাত্র কিনা সেগুলো নিয়ে আমি সন্দেহ পোষণ করি। এমন কুরুচিপূর্ণ বক্তব্যকে সাধারণ শিক্ষার্থীরা বয়কট করবে।

তিনি আরও বলেন, আমরা এখানে আগে সাম্য হত্যার প্রতিবাদে দাঁড়িয়েছিলাম। সাম্য হত্যার বিচারকে আমরা পেয়েছি? বর্তমান সরকার কী এমন নিরাপত্তা দিল, যার জন্য আমাদের এখনে আবার দাঁড়াতে হলো। আমরা লক্ষ্য করছি, পাঁচই আগস্টের পরে এক ফ্যাসিস্ট চলে গেছে, আরেক ফ্যাসিস্ট এখনো রয়ে গেছে।

সমাবেশ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১১জুলাই) দুপুরে খুলনার দৌলতপুরে যুবদলের বহিষ্কৃত সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এবং গত বুধবার (৯জুলাই) রাজধানীর মিডফোর্ডে যুবদল নেতা কর্তৃক চাঁদা না দেওয়ায় সোহাগ নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়।#