চিরবিদায় নিয়েছেন দিয়োগো জোতা। তার মর্মান্তিক এই বিদায়ের পরই লিভারপুল ভক্তদের পক্ষ থেকে দাবি উঠে অবসরে পাঠাতে হবে ‘তার ২০ নম্বর জার্সিকে’।
প্রথমে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও জার্সি নাম্বার ‘অমর’ করে রাখা হবে জানিয়ে এমন কিছুরই ইঙ্গিত দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। আর এবার আনুষ্ঠানিক ঘোষণায় নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো একটি জার্সি নম্বর চিরতরে অবসর দিল অল রেডরা।
নম্বর—২০ জার্সি অবসরে পাঠানোর এই সিদ্ধান্ত শুধু পুরুষ দলেই নয়, মেয়েদের এবং অ্যাকাডেমির প্রতিটি পর্যায়েই কার্যকর থাকবে। লিভারপুল জানিয়েছে, জোতার স্ত্রী রুটে এবং তার পরিবারের সঙ্গে পরামর্শ করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
লিভারপুলের মালিকানাধীন ফেনওয়ে স্পোর্টস গ্রুপের সিইও মাইকেল এডওয়ার্ডস বলেন, ‘এই সিদ্ধান্ত শুধুই ফুটবলীয় অবদানের জন্য নয়, বরং একজন অনন্য মানুষ হিসেবে দিয়োগো আমাদের হৃদয়ে যা রেখে গেছেন তার প্রতিফলন। তার পরিবারকে আমরা প্রথমেই জানিয়ে নিয়েছিলাম।
তিনি আমাদের ২০তম লিগ শিরোপা এনে দিয়েছেন, তিনি ২০ নম্বর জার্সি পরেছেন, আর আজ থেকে লিভারপুলের কাছে ২০ মানেই দিয়োগো জোতা—চিরদিনের জন্য।’
সাবেক এই পর্তুগিজ তারকার প্রতি শ্রদ্ধা জানাতে অ্যানফিল্ডে জমেছে ভালোবাসার পাহাড়—শার্ট, স্কার্ফ, ফুল, পতাকা, প্লেস্টেশন কন্ট্রোলার, ব্যানারসহ সবকিছু দিয়ে বানানো হয়েছে স্মৃতির এক আবেগঘন আবরণ। সেখানে একটি শার্টে লেখা, ‘সে ২০২০ সালে, ২০ নম্বর জার্সি পড়ে চুক্তি করেছিল, আর আমাদের এনে দিয়েছিল ২০তম শিরোপা। চিরকাল জোতা একজন রেড।
লিভারপুলের খেলোয়াড় ও কর্মকর্তারাও শুক্রবার শ্রদ্ধা জানান এই স্মৃতিস্তম্ভে, ছিলেন জোতার পরিবারের সদস্যরাও।