গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে ভাতিজার ছুরিকাঘাতে জিয়ারুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে। গুরুতর আহত অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা (মাঝবাড়ি) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ইব্রাহিম আলীর ছেলে সাইফুল ইসলাম (২২) রাতের আঁধারে চাচা জিয়ারুল ইসলামের ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে তার বাম পাশে আঘাত করে। ঘটনাস্থলেই জিয়ারুল মারা যান। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে স্ত্রী আছমা বেগম (৩৫) ও ছেলে মো. ইসমাইল হোসেন (১৭)কেও ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ইব্রাহিম আলী তার মা নছিরন বেওয়াকে গালিগালাজ করেন। এ ঘটনায় ভাই জিয়ারুল প্রতিবাদ করলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ইব্রাহিম আলীর ছেলে সাইফুল ইসলাম এসে চাচা জিয়ারুল, তার স্ত্রী ও ছেলেকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
ঘটনার পর থেকে অভিযুক্ত সাইফুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।’