সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল শনিবার সকাল ১১টায় ঢাকায় বিক্ষোভ মিছিল আয়োজন করছে ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি মিডফোর্ড হাসপাতাল পর্যন্ত অগ্রসর হবে। এতে মহানগর দক্ষিণ শাখার নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন ইউনিটের নেতারাও অংশ নেবেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন সংগঠনের দায়িত্বশীলরা।
এ কর্মসূচিকে সফল করতে ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণ-এর সকল জনশক্তিকে বিক্ষোভ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।