১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবছর দেশজুড়ে ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নেয় এই পরীক্ষায়।
ফলাফল ঘোষণার পর বিকেল ৫টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এক তাৎক্ষণিক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি রুম্মান ফেরদৌস সরকার,। তিনি বলেন, “শিক্ষার্থীদের এ সফলতা শুধু তাদের নয়, বরং পরিবার, সমাজ এবং দেশের জন্যও গর্বের বিষয়। ইসলামী ছাত্রশিবির সবসময় মেধাবী ও আদর্শ শিক্ষার্থী তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও প্রেরণা জোগাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করা হয়।