২০২৫ সালের দাখিল পরীক্ষায় দেশের প্রাইভেটভাবে পরিচালিত মাদ্রাসাগুলোর মধ্যে শীর্ষ সাফল্য অর্জন করেছে রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে এবারের পরীক্ষায় অংশ নেয় ২৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ১৫২ জন, যা শতকরা ৬৬ শতাংশ। বাকিদের মধ্যে ৭২ জন পেয়েছে জিপিএ-৪। অর্থাৎ, পরীক্ষার্থীদের সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ এম আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, “সারাদেশের প্রাইভেট মাদ্রাসাগুলোর মধ্যে আমরাই সর্বোচ্চ ফলাফল অর্জন করেছি। এ ধারাবাহিকতা আমরা ভবিষ্যতেও ধরে রাখতে বদ্ধপরিকর, ইনশাআল্লাহ। শিক্ষক শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এমন ফলাফল অর্জন তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি শুরু থেকেই বোর্ড পরীক্ষায় শতভাগ পাশের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। ইবতেদায়ি শিক্ষা সমাপনী, জেডিসি এবং দাখিল পরীক্ষায় ইতোমধ্যে ১৮ বার বোর্ডের মেধাতালিকায় স্থান পেয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আলিম পরীক্ষাতেও A+ সহ শতভাগ পাসের সাফল্য মাদ্রাসাটির শৃঙ্খলা, শিক্ষা পদ্ধতি ও মানসম্মত পরিচালনার সাক্ষ্য বহন করে।
শুধু একাডেমিক ফলাফলেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তানযীমুল উম্মাহ’র উজ্জ্বল উপস্থিতি। জাতীয় ও আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অর্জন করে শিক্ষার্থীরা দেশের জন্য গৌরব বয়ে এনেছে।
ধর্মীয় শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত এ ধরনের প্রতিষ্ঠানগুলো শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার জন্য একটি ইতিবাচক বার্তা।