ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুবদল নেতা হত্যা ও খতিবের ওপর হামলায় জামায়াত আমিরের কড়া বার্তা Logo বিএনপি থেকে পদত্যাগ করেছে ড.ফয়জুল হক Logo মিটফোর্ডে হত্যার ঘটনায় মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ Logo এবার ছাত্রদল থেকে পদত্যাগ করলেন মৌলভীবাজার জেলা শাখার সদস্য রাব্বি Logo সিরিয়ার কৃষিজমিতে আগুন ধরিয়ে দিলো দখলদার ইসরায়েলি বাহিনী Logo মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা Logo হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো ডব্লিউএইচও Logo বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার Logo প্রেমের শাস্তি হিসেবে দম্পতিকে গরুর জোয়ালে বেঁধে হালচাষ Logo ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম

ধর্মীয় অনুভূতিতে আঘাত: প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ তদন্তে সিআইডি

ধর্মীয় অনুভূতিতে আঘাত: প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ তদন্তে সিআইডি

জাতীয় দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে দায়ের করা মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান এই আদেশ দেন।

গত ২৮ এপ্রিল আদালতে এ নালিশী (সিআর) মামলা দায়ের করেন নজরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি। তিনি নরসিংদীর পলাশ উপজেলার বালিয়া গ্রামের বাসিন্দা।

ওইদিন সংশ্লিষ্ট বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য গত ৪ মে দিন ধার্য করেছিলেন। পরে ফের বৃহস্পতিবার তারিখ নির্ধারণ করা হয়।

গত ৩০ মার্চ পত্রিকাটিতে প্রকাশিত এক ঈদ শুভেচ্ছায় ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে ব্যঙ্গাত্মক কার্টুনের মাধ্যমে চিত্রায়িত করে প্রচার করায় মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।

মামলায় পত্রিকার সম্পাদক, প্রকাশকের পাশাপাশি কনটেন্টটি তৈরির দায়িত্বে থাকা একজন গ্রাফিক্স ডিজাইনারকে আসামি করা হয়েছে। মামলার আরজিতে বলা হয়েছে, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করায় ঈদের মতো পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করা হয়েছে।

এটা সচেতন ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত ও হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। আসামিরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে অপরাধটি করেছেন মর্মে উল্লেখ করা হয়। মামলার বাদী ও সাক্ষীরা ওইদিনই পত্রিকাটি পড়ে এ বিষয় সম্পর্কে অবগত হন।

জনপ্রিয় সংবাদ

যুবদল নেতা হত্যা ও খতিবের ওপর হামলায় জামায়াত আমিরের কড়া বার্তা

ধর্মীয় অনুভূতিতে আঘাত: প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ তদন্তে সিআইডি

আপডেট সময় ০৯:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

জাতীয় দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে দায়ের করা মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান এই আদেশ দেন।

গত ২৮ এপ্রিল আদালতে এ নালিশী (সিআর) মামলা দায়ের করেন নজরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি। তিনি নরসিংদীর পলাশ উপজেলার বালিয়া গ্রামের বাসিন্দা।

ওইদিন সংশ্লিষ্ট বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য গত ৪ মে দিন ধার্য করেছিলেন। পরে ফের বৃহস্পতিবার তারিখ নির্ধারণ করা হয়।

গত ৩০ মার্চ পত্রিকাটিতে প্রকাশিত এক ঈদ শুভেচ্ছায় ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে ব্যঙ্গাত্মক কার্টুনের মাধ্যমে চিত্রায়িত করে প্রচার করায় মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।

মামলায় পত্রিকার সম্পাদক, প্রকাশকের পাশাপাশি কনটেন্টটি তৈরির দায়িত্বে থাকা একজন গ্রাফিক্স ডিজাইনারকে আসামি করা হয়েছে। মামলার আরজিতে বলা হয়েছে, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করায় ঈদের মতো পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করা হয়েছে।

এটা সচেতন ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত ও হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। আসামিরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে অপরাধটি করেছেন মর্মে উল্লেখ করা হয়। মামলার বাদী ও সাক্ষীরা ওইদিনই পত্রিকাটি পড়ে এ বিষয় সম্পর্কে অবগত হন।