২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর সারাদেশে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ১ হাজার ৮১৭ জন। পাশের হার দাঁড়িয়েছে ৮৩ দশমিক ০৪ শতাংশ। অপরদিকে অকৃতকার্য হয়েছে ৩ লাখ ২৭ হাজার ১৫৩ জন শিক্ষার্থী।
এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। ফলাফলে দেখা গেছে, বিগত বছরের তুলনায় পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
বোর্ডভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে যশোর শিক্ষা বোর্ড, যেখানে পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। এর পরেই রয়েছে রাজশাহী বোর্ড, যার পাসের হার ৮৯ দশমিক ২৬ শতাংশ। বরিশাল বোর্ডে পাশের হার ৮৯ দশমিক ১৩, ময়মনসিংহে ৮৫ শতাংশ, ঢাকায় ৮৩ দশমিক ৯২ এবং চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮১ দশমিক ৩৮, কুমিল্লা বোর্ডে ৭৯ দশমিক ২৩, মাদ্রাসা বোর্ডে ৭৯ দশমিক ৬৬ এবং দিনাজপুরে ৭৮ দশমিক ৪৩ শতাংশ। সবচেয়ে কম পাশের হার সিলেট শিক্ষা বোর্ডে, যেখানে পাস করেছে মাত্র ৭৩ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী।